দল বদলেও ‘মুকুট’ পরা হল না মুকুটমণির

ছিলেন বিজেপি বিধায়ক (Ranaghat Lok Sabha)। ভোটের ঠিক আগে পদ্ম ছেড়ে জোড়াফুল হাতে তুলে নেন। প্রায় সকলকে চমকে দিয়ে কলকাতার রাজপথে অভিষেকের পাশে হাঁটতে দেখা…

ছিলেন বিজেপি বিধায়ক (Ranaghat Lok Sabha)। ভোটের ঠিক আগে পদ্ম ছেড়ে জোড়াফুল হাতে তুলে নেন। প্রায় সকলকে চমকে দিয়ে কলকাতার রাজপথে অভিষেকের পাশে হাঁটতে দেখা গিয়েছিল রানাঘাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক (Ranaghat Lok Sabha) মুকুটমণি অধিকারীকে। তারপরই দলবদল, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী।

রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল টিকিটও দিয়ে দেয় মুকুটমণি অধিকারীকে। এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়েন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনায় জয়ের মার্জিন কিছুটা কমলেও রানাঘাট কেন্দ্রে সহজেই জিতলেন জগন্নাথ সরকার। মুকুটমণি অধিকারীকে দেড় লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি।

   

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দলের তরুণ মতুয়া নেতা মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ভোটে লড়তে পারেননি তরুণ চিকিৎসক নেতা মুকুট। শেষ মুহূর্তে বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেন শিক্ষক-নেতা জগন্নাথ সরকার।

মুখ ফেরালেন রামলালাও? অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে বিজেপি!

তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসকে ২ লক্ষেরও বেশি ভোটে হারান জগন্নাথ। এরপর একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন মুকুটমণি অধিকারী। তৃণমূলের দাপুটে নেত্রী বর্ণালি দে রায়কে হারিয়ে দেন মুকুট। বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও তাঁর আশা ছিল ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপি তাঁকে টিকিট দেবে। 

রানাঘাটে মুকুটমণি-জগন্নাথের বিবাদ আজকের নয়। মুকুটের মনোবাঞ্ছা জানতে পেরে মাঠে নামেন জগন্নাথ। দলীয় নেতৃত্বকে বকলমে জানিয়ে দেন, এবারও টিকিট চাই তাঁর। জগন্নাথের বিরুদ্ধে বিজেপি একাংশ বিদ্রোহ ঘোষণা করলেও বিদায়ী সাংসদের ওপর ভরসা রাখে বিজেপি। এদিকে মুকুট আগেই আভাস পেয়েছিলেন, এবারও টিকিট পাচ্ছেন না তিনি।

BJP: বেলা বাড়তেই বঙ্গ বিজেপির অফিস কার্যত শ্মশান

সূত্রের খবর, এরপরই তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন মুকুটমণি অধিকারী। টিকিটের নিশ্চয়তা মিলতেই যোগ দেন তৃণমূলে। রানাঘাট কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর দৌড়ে ছিলেন এক চিকিৎসক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছিলেন তিনি। তবে সবাইকে অবাক করে ব্রিগেডের মঞ্চ থেকে রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মুকুটমণি অধিকারীর।

বাইরে কিছু না বললেও তৃণমূলের একাংশ মুকুটের প্রার্থিপদ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। তার প্রভাব ভোটবাক্সে দেখা গিয়েছে। মার্জিন কমাতে পারলেও জিততে পারেননি এই তরুণ চিকিৎসক নেতা। কয়েক মাসের মধ্যেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেখানে তৃণমূল কাকে প্রার্থী করে, সেটাই এখন দেখার।

বসিরহাটে লক্ষাধিক ভোটে এগিয়ে তৃণমূলের হাজি নুরুল ইসলাম, পিছিয়ে মোদী-শুভেন্দুর প্রার্থী রেখা!