Subhendu Adhikari : বিজেপি বাড়ি ঘেরাও করলে তৃণমূলকেও সংসদে ঢুকতে দেব না: শুভেন্দু

২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের শহিদ…

Subhendu Adhikari, BJP Leader from West Bengal

২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূলের শহিদ দিবসকে “ডিম-ভাতের উৎসব” বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, “আজ ডিম-ভাতের উৎসবে অহঙ্কার দেখুন। ৫ অগস্ট বিজেপির ছোট থেকে বড় নেতাদের বাড়ি নাকি ঘিরবে। নেতাদের বাড়ি বন্ধ থাকবে। বয়স্ক ছাড়া কাউকে ঢুকতে দেবে না। অভিষেক শুনে রাখুন আপনার বিরুদ্ধে এফআইএর-এর কপি নিয়ে কোর্টে যাচ্ছি। একটা বিজেপি কর্মীর কাছে ঘেরাও করে দেখুন, দিল্লিতে সংসদে আপনাদের সাংসদদের ঢুকতে দেব না।”

   

২১ জুলাইয়ের সভামঞ্চে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচির ঘোষণা করেন। তৃণমূল সুপ্রিমো এ প্রসঙ্গে বলেন, “বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।”

এই বিষয়ে শুভেন্দু বলেছেন, “এই অসভ্যের রাজনীতি আমরা দেখিনি। ব্যক্তিগত আক্রমণ, বাড়িতে আক্রমণ, গাড়িতে আক্রমণ। এত সরকার এসেছে কিন্তু এ রকম করেনি। সিপিএম ৩৪ বছর মিছিলে হামলা করেছে, বোম মেরেছে। এই কোম্পানি বাড়িতে হামলা করতে বলে। কী সাহস।”

উল্লেখ্য ,তৃণমূলের শহিদ সমাবেশের জনজোয়ার, তখন ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া বিজেপি কর্মী-সমর্থকদের পাশে শুভেন্দু অধিকারী।