AK-47 নিয়ে বাহিনী এলেও বুথের ভিতর ভোট করাবে আমাদের ছেলেরা: মদন মিত্র

ফের মদন বচনে রাজ্য গরম। রক্তাক্ত পঞ্চায়েত মনোনয়ন পর্ব শেষের পর তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (Madan Mitra) সরাসরি বুথ দখলের বার্তা দিলেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনী এলেও বুথের ভিতর থাকবে আমাদের ছেলেরা। এর আগে তিনি বলেছিলেন ৯৮ শতাংশ পঞ্চায়েতের দখল নেবে তৃণমূল কংগ্রেস।

কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বারবার দাবি করছেন পঞ্চায়েত ভোট হবে গায়ের জোরে। আর বিরোধীদের দাবি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আদালতের নির্দেশ, পঞ্চায়েত ভোট নির্বিঘ্ন করতে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

   

মদন মিত্র বলছেন, “কেন্দ্রীয় বাহিনী আসতে পারে, এক্-৪৭ দেখাতে পারে। ভোটে বুথের ভিতরে তো ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। বুথের ভিতরে ভোটটা করবে আমাদের ছেলেরাই”।

তৃণমূল বিধায়কের গরম বচনে রাজনৈতিক মহল সরগরম। মদন মিত্রর মন্তব্যে ইঙ্গিত পঞ্চায়েত ভোটে বুথ দখল করবে শাসকদল তৃ়ণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী থাকলেও কী করে ভোট করাতে হবে তা বলেছেন মদন মিত্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন