৯৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ল খসড়া তালিকায়, মাথায় হাত শাসক দলের!

tamil-nadu-voter-list-sir-update-2026

তামিলনাড়ুর (Tamilnadu) ভোটার তালিকায় বড়সড় রদবদল। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার পর রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এক ধাক্কায় বাদ পড়েছেন প্রায় ৯৭ লক্ষ ভোটার। এই তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। নির্বাচন কমিশনের দাবি, এই সংশোধনের লক্ষ্য ছিল ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও হালনাগাদ করা।

আহমেদাবাদে সঞ্জু-হার্দিকের শটে বেনজির কাণ্ড! দেখুন ভাইরাল ভিডিও

   

ভারতের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৫৮৭ জন। কিন্তু শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত ইন্টিগ্রেটেড ড্রাফট ইলেক্টোরাল রোল অনুযায়ী রাজ্যে বর্তমান মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লক্ষ ৭৬ হাজার ৭৫৬। অর্থাৎ SIR প্রক্রিয়ার পর মোট ৯৭ লক্ষ ৩৭ হাজার ৮৩১ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) অর্চনা পাটনায়েক জানিয়েছেন, এই বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যায় বাদ গিয়েছেন মৃত ভোটাররা—যার সংখ্যা ২৬ লক্ষ ৯৪ হাজার ৬৭২। পাশাপাশি ৬৬ লক্ষ ৪৪ হাজার ৮৮১ জন ভোটার হয় অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, নয়তো সংশোধনী প্রক্রিয়ার সময় তাঁদের পাওয়া যায়নি। এছাড়াও ৩ লক্ষ ৩৯ হাজার ২৭৮ জন ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত থাকার প্রমাণ মিলেছে।

নির্বাচন দফতরের মতে, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম রয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। SIR-এর মাধ্যমে সেই ‘ভূতুড়ে ভোটার’ সমস্যা অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে দাবি কমিশনের। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ আশঙ্কা প্রকাশ করেছে—এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ফলে প্রকৃত ভোটাররা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

চেন্নাই জেলার ক্ষেত্রেও চিত্র কম চমকপ্রদ নয়। গ্রেটার চেন্নাই কর্পোরেশন (GCC) চেন্নাই জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেখানে মোট ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লক্ষ ৪৭ হাজার ৬৯০, মহিলা ভোটার ১৩ লক্ষ ৩১ হাজার ২৪৩ এবং ট্রান্সপারসন ভোটার রয়েছেন ৭৪৩ জন।

চেন্নাই জেলায় একাই বাদ পড়েছে ১৪ লক্ষ ২৫ হাজার ১৮ জন ভোটারের নাম। নির্বাচন দফতর জানিয়েছে, এই বাদ পড়ার কারণগুলির মধ্যেও রয়েছে মৃত্যু, ঠিকানা পরিবর্তন, একাধিক জায়গায় নাম থাকা এবং যাচাই প্রক্রিয়ার সময় অনুপস্থিত থাকা। শহরাঞ্চলে মানুষের স্থানান্তরের হার বেশি হওয়ায় এই সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে ব্যাখ্যা প্রশাসনের।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এটি চূড়ান্ত তালিকা নয়। খসড়া তালিকার উপর আপত্তি জানানোর এবং সংশোধনের সুযোগ পাবেন নাগরিকরা। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি মনে করেন তাঁর নাম ভুলবশত বাদ পড়েছে, তাহলে প্রয়োজনীয় নথি দিয়ে সংশোধনের আবেদন করা যাবে।

তবু প্রশ্ন থেকেই যাচ্ছে—৯৭ লক্ষ ভোটার বাদ পড়া কি শুধুই প্রশাসনিক পরিশুদ্ধিকরণ, না কি এর রাজনৈতিক প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে? তামিলনাড়ুর রাজনীতিতে ভোটার তালিকা বরাবরই সংবেদনশীল বিষয়। ফলে এই সংশোধনী প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন