স্থায়ী শিক্ষক সত্ত্বেও তৃণমূল ঘনিষ্ট অস্থায়ী শিক্ষকের BLO পদ নিয়ে আপত্তি শুভেন্দুর

suvendu-adhikari-blo-appointment-controversy-west-bengal

পশ্চিম মেদিনীপুর: নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, নরায়ণগড় বিধানসভা এলাকার ২৪ নম্বর বুথে গুরুতর অনিয়ম চলছে। তার অভিযোগ একজন তৃণমূল ঘনিষ্ঠ অস্থায়ী শিক্ষককে বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু শুভেন্দু নাম উল্লেখ করে বলেছেন যে সেখানে দুইজন স্থায়ী প্রাথমিক শিক্ষক ও দুইজন ICDS কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল ঘনিষ্ট এই অস্থায়ী শিক্ষককে BLO হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Advertisements

বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বুথটি পশ্চিম মেদিনীপুর জেলার সানদেউলি অঞ্চলের অন্তর্গত। সেখানে অস্থায়ী শিক্ষক সুধাদেব মহাপাত্রকে BLO পদে নিয়োগ করা হয়েছে। অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ কর্মী এবং বহু বছর ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই নিয়োগ সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার নীতিকে আঘাত করছে।

পাঁজরে চোট থেকে রক্তক্ষরণ! চোটে কাবু এই তারকা ভারতীয় ব্যাটার

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে নাম উল্লেখ করে বলেন, ওই এলাকায় দুটি স্থায়ী প্রাথমিক শিক্ষক রয়েছেন, যাঁদের মধ্যে একজন হলেন ভোলানাথ কুইল্যা, পার্ট নম্বর ২৪, সিরিয়াল নম্বর ৩২২, বিদ্যালয় – বুরহা আমারদা প্রাইমারি স্কুল (মোহনপুর) এবং শুভেন্দু দোলই, পার্ট নম্বর ২৪, সিরিয়াল নম্বর ৫৩৩, বিদ্যালয় – বেনাডিহা প্রাইমারি স্কুল (কেশিয়াড়ি)।

এছাড়াও দুইজন ICDS কর্মীও রয়েছেন যারা হলেন অনিমা নায়েক, পার্ট নম্বর ২৪, সিরিয়াল নম্বর ৫৩৭, কেন্দ্র – পুতরাঙ্গি ICDS সেন্টার। মিনতি ঘোড়াই, পার্ট নম্বর ২৪, সিরিয়াল নম্বর ৩৭৬, কেন্দ্র – সানদেউলি ICDS সেন্টার। তিনি দাবি করেছেন এই চারজনই যোগ্য সরকারি কর্মী হওয়া সত্ত্বেও তাঁদের কাউকে না বেছে তৃণমূল ঘনিষ্ঠ অস্থায়ী শিক্ষককে BLO হিসেবে নিযুক্ত করা হয়েছে।

শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO, West Bengal) উদ্দেশ্য করে লিখেছেন, “আমি মাননীয় CEO West Bengal-কে অনুরোধ করছি, যেন অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নিয়ে একজন যোগ্য সরকারি কর্মীকে BLO হিসেবে নিয়োগ করা হয়, যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে।”

Advertisements

বিরোধী দলনেতার এই অভিযোগে প্রশাসনিক মহলে নড়াচড়া শুরু হয়েছে। জেলা নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম থেকে থাকে, তা হলে অবিলম্বে সংশোধন করা হবে।”

তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। দলীয় মুখপাত্রের দাবি, “নিয়োগের সব প্রক্রিয়া প্রশাসনিকভাবে সম্পন্ন হয়েছে। শুভেন্দু অধিকারী মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছেন।”

তবে বিরোধী শিবিরের বক্তব্য, এটাই রাজ্যের বর্তমান চিত্র যেখানে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও শাসকদলের প্রভাব স্পষ্ট। এক স্থানীয় বাসিন্দা বলেন, “BLO পদে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের বসানো মানে ভোটার তালিকা তৈরির মতো সংবেদনশীল প্রক্রিয়াতেও পক্ষপাত ঘটতে পারে।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনা শুধু একটি বুথের বিষয় নয়, বরং রাজ্যে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। BLO বা বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা সংশোধন, যাচাই ও সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পদে অনিয়ম মানে নির্বাচন প্রক্রিয়ার ভিত্তি নড়ে যাওয়া।