CPIM: বাকি প্রার্থীরা কই প্রশ্নে হতাশ সেলিম, চৈত্রের গরমে চড়ছে সমর্থকদের ক্ষোভ

প্রার্থী কই ? এই প্রশ্নে সমর্থকদের গোঁসা চরমে।  নেতারা নীরব। নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে চলল, রবিবার পর্যন্ত অথৈ সাগরে বাম শিবির। রাজ্যের ৪২টি…

প্রার্থী কই ? এই প্রশ্নে সমর্থকদের গোঁসা চরমে।  নেতারা নীরব। নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে চলল, রবিবার পর্যন্ত অথৈ সাগরে বাম শিবির। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থী দিয়ে আর টুঁ শব্দটি নেই CPIM নেতৃত্বে চলা বামফ্রন্ট শিবিরের। বলা হয়েছে, কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। কবে জোটের জট কাটবে তা জানেন না সেলিম-মীনাক্ষীরা।

রবিবার সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, আলোচনা চলছে। দ্রুত নাম ঘোষণা হবে। তিনি বলেন, রাজ্যে আমরা এখন বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিগুলিকে একত্র করে সেলাই করার চেষ্টা করছি। সেলাই হয়ে গেলেই জানতে পারবেন।

এদিকে জেলায় জেলায় বাম সমর্থকদের মধ্যে গোঁসা চরমে।  দলীয় শৃঙ্খলা মেনে তারা প্রকাশ্যে ক্ষোভ না দেখালেও একটু সঙ্গোপনে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন।

৪২টি আসনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরেই মমতা শিবিরে শুরু হয় টিকিট বিদ্রোহ। বিদ্রোহীরা বেঁকে বসেন। আর প্রথম দফায় ২০টি আসনের প্রার্থী ঘোষণা করেই নীরব বিরোধী দল বিজেপি। এ দলেও বিদ্রোহ চরমে। আপাতদৃষ্টিতে বাম শিবিরে নেই প্রার্থী বিদ্রোহ। তবে গোঁসা বাড়ছে। সিপিআইএমের কর্মীদের প্রশ্ন,কবে প্রার্থী ঘোষণা হবে? রবিবার মহম্মদ সেলিম বলেন, আলোচনা চলছে। তিনি আগেই বলেছিলেন, রাজ্যের ৪২টি কেন্দ্রের জন্য বাম প্রার্থীদের নাম ঠিক আছে। কংগ্রেসকে দ্রুত তাদের অবস্থান জানাতে হবে।

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, সিপিআইএমের সঙ্গে আসন রফা চলছে। জানা যাচ্ছে, কংগ্রেসের দাবি ১০টি আসন। ততগুলি বরাদ্দ করা যাবে না বলেই সিপিআইএম জানিয়েছে। গরমে

জানা যাচ্ছে, আসন রফা সর্বত্র সফল না হলেও বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে পূর্ণ সমর্থন করবে সিপিআইএম। আর মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএমকে পূর্ণ সমর্থন করবে কংগ্রেস। এই কেন্দ্রে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অথবা দলটির স্থানীয় নেতা জামির মোল্লা প্রার্থী হতে পারেন। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতেই ভালো ফলের আশা করছে বাম কংগ্রেস জোট।