HomeBharatPoliticsSougata Roy: 'খুব আরাম', প্রচারের ফাঁকে সুইমিংপুলে নেমে বললেন সৌগত

Sougata Roy: ‘খুব আরাম’, প্রচারের ফাঁকে সুইমিংপুলে নেমে বললেন সৌগত

- Advertisement -

নির্বাচন নিয়ে প্রার্থীরা প্রচারে ব্যস্ত। কেউ করছেন জনসভা কেউ হাঁটছেন মিছিলে। জনসংযোগ বাড়াতে পারলেই মানুষের মন জয় করা যাবে। যার ফল পড়বে ভোটবাক্সে। সেই আশাতেই দিন গুনছেন প্রার্থীরা। তবে সৌগত রায়কে (Sougata Roy) দেখা গেল একেবারে অন্য মুডে। সুইমিং ড্রেস পরে তিনি সোজা ঝাঁপ দিলেন ঠাণ্ডা জলে।

শুধু তাই নয়, কচিকাঁচাদের সঙ্গে তিনি খেলাতেও অংশ নিলেন। কলকাতায় বেড়েই চলেছে গরমের দাপট। উত্তরবঙ্গ যেমন ঝড় বৃষ্টিতে ঠান্ডায় কাবু উলটো দিকে শহরের তাপমাত্রা পৌঁছেছে প্রায় চল্লিশের ঘরে। এসি ছাড়া যেন ঘরে টেকা দায়। বাইরে প্রচণ্ড দাবদাহ। এরই মধ্যে প্রচার সারতে হচ্ছে প্রার্থীদের। গরমে কি তারাও ক্লান্ত নন?

   

দমদম কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ার জন্য তৃণমূল টিকিট দিয়েছে সৌগত রায়কে। প্রচারের ব্যস্ততার ফাঁকে আজ তিনি খালি গায়ে ঝাঁপ দিলেন সুইমিংপুলে। সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে মুখও খুলেছেন সাংসদ প্রার্থী সৌগত রায়। তিনি বলেন, ঠাণ্ডা জলে নেমে তাঁর খুব আরাম লাগছে। সৌগত বাবুর কথায়, ‘সুইমিং আমার খুব প্রিয়। ৫ বছর বয়স থেকে সাঁতার কাটি।’

গতকাল প্রচারের ফাঁকে নিজের নির্বাচনী এলাকায় ক্যারাম খেলতেও দেখা গিয়েছিল সৌগত রায়কে। দমদম লোকসভা কেন্দ্র থেকে সুশীল ভদ্র গুপ্তকে ভোটে লড়ার টিকিট দিয়েছে বঙ্গ বিজেপি। গতবারের সাংসদ সৌগত রায় নিজের মাটি ধরে রাখতে মরিয়া। দমদমের মানুষ আগামী ৮ জুন ভোটবাক্সে কাকে বেছে নেয়, সেটাই এখন দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular