Sajal Ghosh: অভিনেত্রী নয়, আমাদের লাড়াই দলনেত্রীর বিরুদ্ধে: সজল ঘোষ

লোকসভা ভোটের আসরে জমে উঠেছে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের লড়াই। অভিমানী সায়ন্তিকাকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অনেকদিনের রাজনীতিবিদ সজল ঘোষ (Sajal Ghosh)।…

Sajal Ghosh

লোকসভা ভোটের আসরে জমে উঠেছে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের লড়াই। অভিমানী সায়ন্তিকাকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অনেকদিনের রাজনীতিবিদ সজল ঘোষ (Sajal Ghosh)। লড়ায়ের ময়দানে নেমে নিজের বিপক্ষ প্রার্থীর উদ্দেশ্যে কী বললেন সজল?

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘সায়ন্তিকা হোক, অ্যাকোয়াটিকা হোক, আমাদের কোনও আপত্তি নেই। আমাদের এই লড়াই কোনও অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে।’ অর্থাৎ তিনি সায়ন্তিকাকে প্রার্থী বলেই মনে করছেন না। তাই তিনি ঘোষণা করেন ভোটের ময়দানে বিজেপির লড়াই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

   

অভিনেত্রী সায়ন্তিকাকে খোঁচা দিয়ে সজল ঘোষ আরও বলেন, ‘মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা ফুঁ দিয়ে খা– এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না। সিনেমায় চলতে পারে।’ সায়ন্তিকা অবশ্য সাজল ঘোষের কটাক্ষের জবাব এখনও দেননি। আজ তাঁর সাংবাদিক সম্মেলন করবেন সায়ন্তিকা।

এর আগে ২০২১ সালে বাঁকুড়া বিধনসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। তবে সেবার পরাজিত হন অভিনেত্রী। এবারের লোকসভা নির্বাচনের জন্য তাঁকে টিকিট দেয়নি দল। তারপর সংবাদ মাধ্যমের সরাসরি অভিমান প্রকাশ করেছিলেন তিনি। তার কয়েক দিন যেতে না যেতেই তৃণমূল তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করল।