Panchayat Election: অভিষেকের উদ্যোগে জল ঢেলে পঞ্চায়েতে প্রার্থী বাছবেন মমতা

হাইকোর্টে মামলা চলার কারণে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করতে পারেনি কমিশন৷ কিন্তু কমিশন একবার দিনক্ষণ ঘোষণা করলেই আর হাতে সময় থাকবে না৷

Mamata Banerjee Abhishek Banerjee

হাইকোর্টে মামলা চলার কারণে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করতে পারেনি কমিশন৷ কিন্তু কমিশন একবার দিনক্ষণ ঘোষণা করলেই আর হাতে সময় থাকবে না৷ তাই ঘোষিত না হলেও এখন থেকেই প্রচারের মুখকে সামনে রেখেই পঞ্চায়েতে ঝাঁপিয়েছে শাসক দল। এদিকে শুক্রবার দলীয় বৈঠকে সবটাই ভেস্তে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC supremo Mamata Banerjee)।

এর আগে অবশ্য পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিনব পদক্ষেপ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সাধারণ সম্পাদকের বক্তব্য ছিল, সাধারণ মানুষ যাদের বেছে নেবে, তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে স্বচ্ছতাকেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু অভিষেকের স্বচ্ছতার ফর্মুলা ধরে রাখলেও বেশ কিছু জায়গায় পুরাতনের ওপরেও ভরসা রাখলেন মমতা

এদিন দলের বৈঠক থেকে মমতা সাফ জানিয়ে দিলেন, জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রার্থী তিনিই ঠিক করে দেবেন৷ এজন্য জেলায় জেলায় ব্লক স্তরের নেতাদের সঙ্গেও বৈঠক সারবেন তিনি। এদিনের বৈঠক থেকেই মমতার বার্তা, এমএলএ কাউকে বলে দিচ্ছে তুমি প্রার্থী হবে, জেলা সভাপতি বলে দিচ্ছে এসব চলবে না।

দলের নেতাদের উদ্দেশ্যে সাফ বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতারা গ্রামে যাচ্ছেন কিন্তু রাতে থাকছেন না। কেউ কেউ আবার গ্রামেও যাচ্ছেন না। বিডিও অফিসে চা খেয়ে চলে আসছেন। দলের সমস্ত স্তরের নেতাদের কার্যকলাপের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর রাখছেন সেটা আজও ধরা পড়ল৷ তাই সকলকেই আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷

একইসঙ্গে তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে প্রবীণদের সমন্বয় রেখে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। তাঁর কথায়, দলটাকে এমনভাবে চালাতে হবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও কোনও অসুবিধা না হয়। এ প্রসঙ্গে ইন্দিরা গান্ধীর উদাহরণ তুলে ধরেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের রাশ নিজের হাতে নিয়ে মমতা বোঝাতে চাইলেন নীচু তলার কর্মীদের ওপর নজর রাখছেন তিনি।