হাত জোড় করে ভোটপ্রার্থনা! তৃণমূল সাংসদের কথা শুনে অবাক ভোটাররা

Partha Bhoumik

সোমবার রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। উত্তর ২৪ বাগদা কেন্দ্রে ওই দিন প্রচারে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। সেখানে গিয়ে কার্যত হাতজোড় করে ভোটভিক্ষা করলেন পার্থ (Partha Bhowmick)। একই সঙ্গে ভুলভ্রান্তির জন্য ভোটারদের কাছে ক্ষমাও চেয়ে নেন ব্যারাকপুরের সাংসদ।

Advertisements

বাগদা কেন্দ্রে তরুণ মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। তাঁর সম্পর্কে পার্থ ভৌমিক বলেন, মাত্র ২৫ বছর কয়েক দিন বয়স ওর। এ বাড়ি, ও বাড়ি দৌড়ে বেড়াবে। দয়া করে এক বার কাজের সুযোগ দিন। হাতজোড় করে বলছি।

   

ব্যারাকপুরের সাংসদের কথায়, আমার দলের কেউ যদি কোনও অন্যায় করে থাকে আমি হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সঙ্গী হিসাবে ক্ষমা চাইছি। পার্থ ভৌমিক অন্যায় করলে তার শাস্তি দয়া করে অন্য কাউকে দেবে না।

লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ! ৫ হেভিওয়েট নেতাকে বিরাট শাস্তি দিল তৃণমূল

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মধুপর্ণা। ঠাকুরনগরের পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক মধুপর্ণা। এখন তিনি এমএসসি পড়ছেন। বয়স সদ্য পেরিয়েছে ২৫। ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছেন মধুপর্ণা।

আর তাই-ই তৃণমূল নেতৃত্ব তাঁকে উপনির্বাচনের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে একটি কনট্রাকচ্যুয়াল পোস্টে কাজ করেন মধুপর্ণা। এই ডেটা-এন্ট্রি অপারেটরের চাকরিতে নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। যদিও মমতার দাবি, মধুপর্ণা বিনা পারিশ্রমিকে কাজ করেন।

‘ব্যবস্থা করতে হবে…’, মোদীর মন্ত্রীকে কড়া ‘ধমক’ মমতার

একুশের নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১১২৭০৪। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৯২০৯০ ভোট। আর আইএসএফের দখলে গিয়েছে ১৮১১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ২০ হাজারেরও বেশি।

আগামী ১০ জুলাই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন (রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা, বাগদা)। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারীকে। মানিকতলায় তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।

‘অতিরিক্ত ভিড়েই বিপর্যয়’, যোগী সরকারকে রিপোর্ট পেশ পুলিশের

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements