ED Raid: ‘বাক্সে শীতের পোশাক রাখবেন’ বলা শুভেন্দুর বচন ফের ফ্লপ

দুয়ারে সরকারের মতো এখন দুয়ারে ইডি। শাসকদলের বিভিন্ন নেতাদের ঘরে ঘরে (ED Raid) ইডির হানা। সেইরূপ আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক…

Suvendu Adhikari

দুয়ারে সরকারের মতো এখন দুয়ারে ইডি। শাসকদলের বিভিন্ন নেতাদের ঘরে ঘরে (ED Raid) ইডির হানা। সেইরূপ আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং তৃণমূলের আরও এক নেতার বাড়িতে এক যোগে ইডি’র তল্লাশি অভিযান চলে। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি অভিযান শুরু হতেই এই বিষয়ে একের পর এক কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইডির এই তৎপরতা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুজিত বসুকে নিশানা করে বলেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। সেই পুন্যদিনে শুভ কাজ করতে নেমেছে ইডি। ব্যাগ গুছিয়ে রাখুন সঙ্গে শীত বস্ত্রও রাখবেন। সময় হয়ে এসেছে।’

তবে সাড়ে ১০ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর বিকেলের দিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি ছাড়ল ইডি। জানা গিয়েছে বিকেল সাড়ে পাঁচটার পরে মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরোয় ইডির অফিসাররা। অন্যদিকে, ১২ ঘণ্টা অভিযানের পর সন্ধ্যে ৬:২০ নাগাদ বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকেও বেরিয়ে যায় ইডি। কিছু জিনিস বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে।

শীতের পোশাক, ব্যাগ গুছিয়ে রাখতে বলে ফ্লপ হয়ে গেল শুভেন্দু অধিকারী। ইডি হানা দিয়েছে এটা সঠিক। তবে তারা গ্রেফতার করেননি। এদিকে তার আগেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের ক্যামেরার সামনে বড় মুখ করে বলেছিলেন শীতের পোশাক গুছিয়ে রাখতে তবে সে পোশাক গোছানো হলেও কাজে আর আসলো না। ফের ফ্লপ শুভেন্দুর বচন চলছে কটাক্ষ।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর হাত রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দাবি করেছেন, উত্তর দমদম পুরসভায় সুজিত বসুর নির্দেশে একাধিক নিয়োগ হয়েছে। কোনও রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়েছে। এমনকী সুজিত বসুর দুই শ্যালক এবং তাঁদের স্ত্রী বেআইনিভাবে কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।