Lok Sabha Election: একাই ১৬৩! নির্বাচন কমিশনে অভিযোগ জানানোয় ‘ফার্স্ট’ সিপিএম

কয়েক যোজন দূরে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি। তৃতীয় দফার ভোটের (Lok Sabha Election) দিন নির্বাচন কমিশনে অভিযোগ জানানোয় প্রথম সিপিএম (CPIM)। আজ, মঙ্গলবার রাজ্যের চারটি…

cpim

কয়েক যোজন দূরে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি। তৃতীয় দফার ভোটের (Lok Sabha Election) দিন নির্বাচন কমিশনে অভিযোগ জানানোয় প্রথম সিপিএম (CPIM)। আজ, মঙ্গলবার রাজ্যের চারটি কেন্দ্রে (মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ) নির্বাচন ছিল। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর আসছিল। রাজনৈতিক দলগুলিও অভিযোগ জানাতে থাকে নির্বাচন কমিশনে।

এদিন সকাল থেকেই অভিযোগ জানানোয় শীর্ষে ছিল সিপিএম। বিকেলেও সেই ‘ফার্স্ট’-ই রয়েছে তারা। এদিন বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ৪৩৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২৫৩ অভিযোগ দলগতভাবে জমা পড়েছে। তার মধ্য একা সিপিএমের অভিযোগের সংখ্যা ১৬৩। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে বাকি রাজনৈতিক দলগুলি।

   

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, এদিন বিকেল পর্যন্ত সিপিএমের অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি, ১৬৩টি। কংগ্রেস ২৯টি অভিযোগ জানিয়েছে কমিশনে। বিজেপি এবং তৃণমূলের অভিযোগের সংখ্যা যথাক্রমে – ২৭ এবং ১৮।

ন্যাশনাল গ্রিভান্স সার্ভিস পোর্টাল (NGRS), সি-ভিজিল (C-Vigil), কমপ্লেন্ট মনিটরিং সিস্টেম (Complaint Monitoring System)-এর মাধ্যমেই এই অভিযোগগুলি এসেছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে – মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্র থেকে। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে লড়ছেন হেভিওয়েট নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

আজ মঙ্গলবার, ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে। সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই দফায় ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এই ৯৩টি আসনে ১৩০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বাংলার চার আসনেও (মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ) ভোট হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে ভোটদানের হার গড়ে ৭৩.৯৩ শতাংশ। মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ, মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ, জঙ্গিপুরে ভোট পড়েছে ৭২.১৩ শতাংশ এব‌ং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ। ভগবানগোলা উপনির্বাচনে বিকেল পর্যন্ত ৭৩.৬৮ শতাংশ ভোট পড়েছে।