বিনিয়োগকারীদের পকেট ভরাল সাতটি পেনি স্টক, সাথে দুর্দান্ত রিটার্ন

বেশ কিছু ধরনের স্টকগুলিতে আকর্ষণীয় রিটার্নের সম্ভাবনা থাকে বলে বিনিয়োগকারীদের একাংশ অনেক সময় স্বল্প মূল্যের স্টকগুলি কিনতে চান। তবে এই সকল স্টকগুলিকে সবচেয়ে বেশি ঝুঁকির…

Bombay Stock Exchange

বেশ কিছু ধরনের স্টকগুলিতে আকর্ষণীয় রিটার্নের সম্ভাবনা থাকে বলে বিনিয়োগকারীদের একাংশ অনেক সময় স্বল্প মূল্যের স্টকগুলি কিনতে চান। তবে এই সকল স্টকগুলিকে সবচেয়ে বেশি ঝুঁকির বলেও মনে করেন তারা। তাই পেনি স্টকে বিনিয়োগের আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আজ কয়েকটি পেনি স্টকে বিপুল পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সেগুলি নিম্নে উল্লেখ করা হল।

কোন সাতটি স্টকে রিটার্ন মিলল তা দেখে নেওয়া যাক-

   

1) Gayatri BioOrganics Ltd
আজ দুপুর 12:48 নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম 9.86 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 5.90 টাকা। আজ বাজার খোলার সময় শেয়ারটির দাম ছিল 5.48 টাকা। বর্তমানে সংস্থাটির মার্কেট ক্যাপ রয়েছে 42 কোটি টাকা। সংস্থার শেয়ারের ফেসভ্যালু রয়েছে 10 টাকা। এক মাসের নিরিখে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 5.73 শতাংশ।

2) Scintilla Commercial & Credit Ltd
এই সংস্থাটির শেয়ারের দাম আজ BSE-তে প্রায় 5 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 4.62 টাকা। গতকাল শেয়ারটি বন্ধ হয়েছিল 4.40 টাকায়। সংস্থার 52 সপ্তাহের সর্বোচ্চ দর 6.31 টাকা। গত এক মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 14.64 শতাংশ।

3) Oscar Global Ltd
মঙ্গলবার সংস্থাটির শেয়ারের দাম BSE-তে প্রায় 4.99 শতাংশ বেড়ে হয়েছে 9.67 টাকা। গতকাল বাজার বন্ধের সময় শেয়ারটির মূল্য ছিল 9.21 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে তিন কোটি টাকা।

4) Franklin Industries Ltd
সংস্থাটির শেয়ারের মূল্য আজ BSE-তে এক লাফে 4.96 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 6.76 টাকায়। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 23 কোটি টাকা। গত এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 410.19 শতাংশ। তিন বছরে শেয়ারটিতে মিলেছে 632.39 শতাংশ রিটার্ন।

5) NB Footwear Ltd
আজ শেয়ারটির দাম 4.97 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 7.61 টাকা। সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে 10 কোটি টাকা। এক বছরে এই কোম্পানির শেয়ারে রিটার্ন মিলেছে প্রায় 56.58 শতাংশ। দুই বছরের নিরিখে রিটার্নের পরিমাণ 129.22 শতাংশ।

6) IStreet Network Ltd
এদিন BSE-তে শেয়ারটির দাম 4.93 শতাংশ বেড়ে হয়েছে 2.55 টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 5 কোটি টাকা। গত এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 30.77 শতাংশ।

7) RCI Industries & Technologies Ltd
সংস্থাটির শেয়ারের দর মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় 4.92 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে 4.26 টাকায়। সংস্থার বাজারগত মূলধন রয়েছে ছয় কোটি টাকা। এক বছরের হিসাবে শেয়ারটির দর বেড়েছে প্রায় 16.71 শতাংশ।