Abhijit Ganguly: তৃণমূল ‘উৎখাতে’ নির্বাচনে রাষ্ট্রপতি শাসনকে অস্ত্র হিসাবে চাইছেন অভিজিৎ

নব্য রাজনীতিবিদ আভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) প্রধানমন্ত্রীর সভায় যোগদান করতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে শনিবার কড়া সুর চরালেন। বিগতবার রাজ্যের নির্বাচনের পরিস্থিতির কথা মাথায় রেখেই দাবি…

Abhijit Ganguly

নব্য রাজনীতিবিদ আভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) প্রধানমন্ত্রীর সভায় যোগদান করতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে শনিবার কড়া সুর চরালেন। বিগতবার রাজ্যের নির্বাচনের পরিস্থিতির কথা মাথায় রেখেই দাবি করলেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ৩৫৬ ধারার বিশেষ প্রয়োজন। এই দিন প্রধানমন্ত্রীর সভা মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। সেখানে উপস্থিত হয়েই তিনি উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সুর তোলেন।

এ দিন অভিজিৎবাবুকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন বিজেপি বিধায়ক সংকর ঘোষ-সহ অন্যান্য নেতারা। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয়। রাজ্যের উপরমহলের নির্দেশে প্রশাসন রাজ্যবাসী ও সাংবাদিকদের উপর অত্যাচার চালাচ্ছে। যা রাজ্যবাসী আর সহ্য করতে পারছে না। আর যে সাংবাদিকরা তা তুলে ধরছেন বলে তারাও হেনস্তা হচ্ছেন। বিষয়টিকে তিনি অগণতান্ত্রিক বলে মনে করছেন।

এরপর তিনি বলেন, আমার কাছে প্রশ্ন এসেছিল যে এই রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে কিনা। আমি জানিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই করা যাবে। কারণ রাজ্যজুড়ে যে পরিস্থিতি চলছে তাতে ৩৫৬ ধারার বিশেষ প্রয়োজন। কারণ সন্দেশখালি জুড়ে মা বোনেদের উপর যে ভাবে অত্যাচার হল তার পরে এখনও পর্যন্ত সেখানে যাননি তৃণমূল সুপ্রিমো।

তখন তিনি নাচ, গানে মত্ত ছিলেন। আমি বলতে পারি রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে তিনি আমার কাছে জিরো। তবে নব্য রাজনীতিবিদ বলেন এই লোকসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে জানেন না। তবে শান্তিপূর্ণ নির্বাচন হলে আর রিগিং না-হলে বঙ্গে বিজেপি অসম্ভভ ভালো ফল করবে বলে আশাবাদী তিনি। তাঁর মতে, হয়ত তৃণমূল সরেও যেতে পারে রাজ্য থেকে।