PM Modi: নরেন্দ্র মোদীর মাত্র ৯০ সেকেন্ডের বক্তব্যেই ছড়াল ‘প্যানিক’!

PM Modi

কংগ্রেস মহিলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিতে চায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সাম্প্রতিক এই বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় রাজনীতির আঙিনায় তর্ক-বিতর্ক তুঙ্গে৷ মঙ্গলবার মোদী বলেন, কংগ্রেস ষড়যন্ত্র করে জনগণের সব সম্পত্তি কেড়ে নিয়ে বিশেষ শ্রেণির মানুষদের বন্টন করে দেবে, এই সত্যিটাই তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি৷ মঙ্গলবার একটি জনসভা থেকে তিনি বলেন, তাঁর এই বক্তব্য কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে প্যানিক তৈরি করে দিয়েছে৷

মোদী (PM Modi) বলেন, ‘আমি যখন রাজস্থানে এসেছিলাম, ৯০ সেকেন্ডের মধ্যে আমাকে দেশবাসীর সামনে সত্যটা তুলে ধরতে হয়েছিল৷ আর এটাই কংগ্রেস এবং ইন্ডি জোটের মধ্যে ভয় সৃষ্টি করেছে৷ কিন্তু কংগ্রেস কেন ভয় পাচ্ছে?’, প্রশ্ন করেন মোদী৷ তিনি আরও বলেন, ‘আমি ওদের ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির পর্দাফাঁস করে দিয়েছি। সত্যিকে এত ভয় পায় কেন কংগ্রেস?’

   

জনসভা থেকে মোদী (PM Modi) প্রশ্ন করেন, ‘যদি ২০১৪-র পরও ক্ষমতায় থাকত কংগ্রেস, তাহলে আজও কাশ্মীরে পাথর ছোঁড়া হত, আজও জঙ্গিরা আসত সীমান্ত পার করে, আজও চালু হত না ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন।’

মোদী (PM Modi) অভিযোগ করেন, ২০০৪ সালে সরকার গঠনের পরেই কংগ্রেসের প্রথম কাজ ছিল অন্ধ্রপ্রদেশের তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ কমিয়ে তা মুসলিমদের দেওয়া। এই পাইলট প্রজেক্ট সমগ্র দেশের ওপর প্রয়োগ করতে চেয়েছিল কংগ্রেস৷ এটি ছিল সংবিধানের ঠিক বিপরীত, কারণ সংরক্ষণের ক্ষেত্রে আম্বেদকর দলিত, পিছিয়ে পড়া এবং আদিবাসীদের অগ্রাধিকার দিয়েছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন