Mohun Bagan: যুবভারতীতে ঘুরে দাঁড়াবে মোহনবাগান, আশাবাদী শুভাশিস বসু

এবার কলিঙ্গের বুকে ধাক্কা খেল মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ সেই ওডিশা এফসি। এবারের এই ফুটবল মরশুমের শুরুতে ওডিশা এফসির বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও তা…

captain Subhasish Bose

এবার কলিঙ্গের বুকে ধাক্কা খেল মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ সেই ওডিশা এফসি। এবারের এই ফুটবল মরশুমের শুরুতে ওডিশা এফসির বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও তা এখন ফিকে ইতিহাস। সময় যত এগিয়েছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের কাছে কার্যত ধরাশায়ী হতে হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দলকে‌।

বিশেষ করে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ফুটবল ক্লাবের কাছে ধরাশায়ী অবস্থা হয়েছে মোহনবাগানের। যারফলে, অতি সহজেই ছিটকে যেতে হয়েছে এএফসি কাপ থেকে। পরবর্তীতে সেই ট্রেন্ড বজায় থাকে ইন্ডিয়ান সুপার লিগে। সার্জিও লোবেরার দলের কাছে বারংবার।

সেই ধারাই থাকল এবার আইএসএলের প্রথম লেগের সেমিফাইনালে। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমদিকে এগিয়ে থাকলেও পরবর্তীতে আর তা বজায় রাখা সম্ভব হয়নি। ওডিশা ফুটবলারদের থামাতে একেবারে নাজেহাল পরিস্থিতি দেখা দেয় সবুজ-মেরুনের। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে পরাজিত হয়েই স্টেডিয়াম ছাড়তে হয় মনবীর-লিস্টনদের। এতে ঘরের মাঠে যে চাপ অনেকটাই বাড়বে তা ভালো মতো আন্দাজ করতে পারছেন সকলে। তবুও বাগানের জয় যথেষ্ট আশাবাদী অধিনায়ক শুভাশিস বসু।

স্টেডিয়াম ছাড়ার সময় একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রবিবারের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। কলকাতায় সকল দর্শকদের সামনে দাপটের সাথে খেলে আইএসএলের ফাইনালে পৌঁছাব। প্রথমদিকে আমরা এগিয়ে ছিলাম। তবে গোল হজম করার পর সমস্ত কিছু বদলাতে শুরু করেছিল। আমরা জেতার মতোই খেলেছিলাম। কয়েকদিন আগে মুম্বাইকে হারিয়ে আমরা যেভাবে শিল্ড জিতেছি, ঠিক তেমনভাবেই সমস্ত ফ্যানসদের সামনে ওডিশা দলকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করব।