
কলকাতা: বনগাঁয় আজ মতুয়া মহাসম্মেলন ঘিরে উৎসবের আমেজ (Matua)। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু করে গোটা বনগাঁ শহর সাজ সাজ রব রঙিন পতাকা, মাইকের ঘোষণা, ভক্তদের ভিড়ে মুখরিত। প্রতি বছরের মতো এবারও মতুয়া সম্প্রদায়ের এই মহাসম্মেলন ধর্মীয় উদ্দীপনার পাশাপাশি রাজনৈতিক তাৎপর্য বহন করছে। খবর পাওয়া গেছে, বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বনগাঁয় পৌঁছচ্ছেন।
ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক সরকার। রাজনৈতিক মহলে জোর চর্চা মতুয়া ভোটব্যাংককে আরও মজবুত করতেই শুভেন্দুর এই সফর।মতুয়া সম্প্রদায় উত্তর ২৪ পরগনা, নদিয়া সহ বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে। নমঃশূদ্র সম্প্রদায়ের এই ধর্মীয় গোষ্ঠীর সংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তাঁদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ময়দানকে ফিক্সিং-মুক্ত রাখতে পদত্যাগ IFA সহ-সভাপতির
২০১৯ এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে বনগাঁ আসনে বিজেপির জয়ের পিছনে মতুয়া ভোটের বড় ভূমিকা ছিল। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে বনগাঁ দক্ষিণ আসন হাতছাড়া হয়। এবার আসন্ন পঞ্চায়েত এবং ভবিষ্যৎ নির্বাচনের আগে বিজেপি মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। শুভেন্দু অধিকারীর আজকের সফরকে সেই কৌশলের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
সম্মেলনে উপস্থিত মতুয়া ভক্তদের একাংশের মধ্যে অবশ্য ক্ষোভ রয়েছে। সিএএ (Citizenship Amendment Act) নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অসন্তোষ বাড়ছে। বিশেষ করে SIR প্রক্রিয়ায় অনেক মতুয়ার নাম কাটা যাওয়ার অভিযোগ উঠেছে। বহু পরিবার বছরের পর বছর ধরে নাগরিকত্বের প্রমাণপত্রের অপেক্ষায়। এক মতুয়া ভক্ত বলেন, “আমরা বিজেপিকে ভোট দিয়েছি নাগরিকত্বের আশায়।
কিন্তু এখনও অনেকের নাম SIR-এ নেই। এটা খুব কষ্টের।” তবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক সফরে মতুয়াদের আশ্বাস দিয়ে গিয়েছেন সিএএ-র নিয়ম শিথিল করে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি বলেছিলেন, “মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো চিন্তা নেই। কেন্দ্রীয় সরকার তাঁদের পাশে আছে।” এই ইতিবাচক ইঙ্গিত মতুয়া সম্প্রদায়ের একাংশকে আশান্বিত করেছে।
ঠাকুরবাড়ির বর্তমান কর্তা তথা সাংসদ মামতাবালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাঁর ছেলে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ। এই দ্বিধাবিভক্ত পরিবারের ছবি মতুয়া রাজনীতির জটিলতা তুলে ধরে। একদিকে তৃণমূল মতুয়াদের উন্নয়ন প্রকল্পের কথা বলে, অন্যদিকে বিজেপি নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে ভোট টানতে চাইছে। আজকের সম্মেলনে শুভেন্দু অধিকারীর উপস্থিতি সেই প্রতিযোগিতাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে।










