গত অক্টোবরে জেরুজালেমে ভয়াবহ হামলা চালিয়েছিল ইরানমদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হামাস। ওই হামলায় কয়েকশো ইজরায়েলি নারী শিশুকে অপহরণ করে তাঁরা। আর তারপরই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। প্রতিশোধ নিতে হামাস অধ্যুষিত গাজা ভূখন্ডে ‘অল-আউট অ্যাকশনে’র নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরই সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে গাজার ভূখন্ডে ঢুকে পড়ে ইজরায়েলি বাহিনী।
কংগ্রেস আবার ফিরছে, দলীয় নেতাদের সংযত থাকার নির্দেশ সোনিয়ার
সেই ভয়ঙ্কর হামলায় রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে গাজা। বিগত কয়েক মাসে প্রাণ হারায় হাজারো প্যালেস্টাইন। যা নিয়ে আন্তর্জাতিকস্তরেও ইজরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয় একাধিক দেশ। তবুও তাতে কুছ পরোয়া নেহি, গাজা-প্যালেস্টাইনের পর সম্প্রতি লেবাননেও হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফের গোলায় ধ্বংস হয়েছে রাজধানী বেহরুটের একাধিক ঘরবাড়ি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
মূলত ইরানমদতপুষ্ট হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর হামলা তীব্রতর করতে চলেছে নেতানিয়াহু প্রশাসন। মঙ্গলবার অধিকৃত ‘সিরিয়ান গোলান মালভূমি’ (গোলান হাইটস) এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠীটি। তারপরই এবার সিরিয়াতেও নতুন ফ্রন্ট খুলতে চলেছে ইজরায়েল, এমনই কানাঘুষো ইতিমধ্যেই শুরু হয়েছে কূটনৈতিক মহলে।
তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে কুমন্তব্য উচিত হয়নি, আফসোস সিপিএমের
ইজ়রায়েলের দাবি, গোলান মালভূমির দ্রুজ ধর্মাবলম্বী বিশিষ্ট মাজদাল শামস শহরে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাল্টা লেবাননে হিজ়বুল্লার ঠিকানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ফৌজ। প্রসঙ্গত, ১৯৬৭ সালে ‘ছ’দিনের যুদ্ধ’ পর্বে সিরিয়ার গোলান মালভূমির ওই অঞ্চলের দখল নিয়েছিল ইজ়রায়েল সেনা। সেটি এখনও তাঁদের দখলেই রয়েছে।
অতীতে এই অঞ্চলগুলি থেকে বহুবার হামলার শিকার হয়েছে ইজরায়েল। ২০১৯ সালে প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিতর্কিত শহর জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করেন। তারপর থেকে ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক সংঘাত আরও বেড়ে যায়।
Leh Airport: হঠাৎ কী কারণে বিমান চলাচল ব্যাহত হল লেহ বিমানবন্দরে? জানুন কারণ
অন্যদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুও ওই গাজা-প্যালেস্টাইনের মানচিত্রকে নিজেদের অংশ বলে দেখিয়েছিলেন একাধিক আন্তর্জাতিক মঞ্চে। যা নিয়ে বিতর্ক কম হয়নি মোটেও। কূটনৈতিকমহলের দাবি, আগামীদিনে প্যালেস্টাইনের চিহ্ন মুছে দিতেই বৃহত্তর ইজরায়েলের স্বপ্ন দেখাচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। আর সেই বৃহত্তর অ্যাজেন্ডাকে প্রাধান্য দিয়েই মধ্যপ্রাচ্যে হামলা তীব্রতর করছেন নেতানিয়াহু।