মধ্যপ্রাচ্যে শান্তি চায় ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান নয়াদিল্লির

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারন করছে। তারমধ্যে তেলের সংকটের ফলে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে বিশ্বজুড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ইরান ও ইজরায়েল (Iran…

India wants normalization of Middle East Situiation, asks to resolve tension

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারন করছে। তারমধ্যে তেলের সংকটের ফলে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে বিশ্বজুড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ইরান ও ইজরায়েল (Iran Israel conflict) দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর আবেদন জানিয়েছে ভারত। বুধবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের (Ministry of external affairs) তরফে একটি বিবৃতিতে বলা হয়, “পশ্চিম এশিয়ায় নিরাপত্তার সংকট নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। 

আর্থিক সংকটে বিপুল ছাঁটাই, ছয় মন্ত্রক বন্ধ, গণবিক্ষোভের মুখে পাকিস্তান

   

সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযমে থাকার অনুরোধ করছি। এই সংঘাত যেন বিস্তৃর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের অনুরোধ সমস্ত সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।” 

শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্ত শাকিব দেশে ফিরছেন না, স্ত্রীর অ্যাকাউন্টে গোয়েন্দা নজর

গতকাল মঙ্গলবার রাতে ইরজরায়ের ওপর ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় সেই উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ওপর পাল্টা হামলা হানতে ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এমন পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য সতর্কতা জারি করল বিদেশমন্ত্রক (Ministry of external affairs)। বুধবার ট্যুইট মারফত জানানো হয়েছে, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। ইরানে বসবাসকারী ভারতীয়েরা যেন তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। খুব প্রয়োজন ছাড়া ইরানে কোনও ভারতীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

মহালয়ার সকালে পে লোডার প্রাণ কাড়ল নবম শ্রেণীর ছাত্রের, উত্তপ্ত বাঁশদ্রোণী

গতবছর ইজরায়েলে হামাস হামলার পরেই যুদ্ধ পরিস্থিতির সূচনা হয় মধ্যপ্রাচ্যে। যুদ্ধ ছড়িয়ে পড়ে গাজা থেকে লেবাননে। গত কয়েক মাস আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্টের। তারপর প্রেসিডেন্ট রুহানি ও হাসান নাসরাল্লাহের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে।