সিরিজে জিতেই র‍্যাঙ্কিংয়ে ‘বড় লাফ’ কোহলির, এগোলেন অশ্বিন-বুমরাহরাও

সদ্যই সমাপ্ত হয়েছে ভারত -বাংলাদেশ টেস্ট সিরিজ। কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই নিজের সেরাটা দিয়ে সিরিজ জিতে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এছাড়াও…

icc-test-rankings-jasprit-bumrah-becomes-top-ranked-test-bowler-ashwin-slips-yashasvi-and-virat-make-gains

সদ্যই সমাপ্ত হয়েছে ভারত -বাংলাদেশ টেস্ট সিরিজ। কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই নিজের সেরাটা দিয়ে সিরিজ জিতে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এছাড়াও চিপক এবং গ্রিনপার্ক স্টেডিয়ামে টেস্ট জিতে বেশ কিছু নতুন রেকর্ডেরও জন্ম দেন বিরাট -বুমরাহ-অশ্বিনরা। তবে বর্তমানে টাইগার বধ করে লাল বলের ক্রিকেটে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোহিত শর্মা এন্ড কোম্পানি। তবে শুধুই টিম র‍্যাঙ্কিংয়েই নয়, ব্যক্তিগত ভাবে ক্রমতালিকায় ‘লাফ’ মেরেছেন ভারতের ব্যাটার এবং বোলাররাও। এই সিরিজে ৪টি অর্ধশতরান করার পর পুরুষদের র‍্যাঙ্কিংয়ে (ICC Test rankings 2024) তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের জসস্বী জয়সওয়াল। জয়সওয়ালের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ মেরেছেন ভারতের বিরাট কোহলিও। দশম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়াও পুরুষদের বোলিং র‍্যাঙ্কিংয়েও ক্রমতালিকায় ওপরের দিকে উঠে এসেছেন বুমরাহ-অশ্বিনরাও।

   

আজকেই প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ফাস্ট বোলার হয়েছেন ভারতীয় স্পিডস্টার জাসপ্রিত বুমরাহ। পেছনে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিনকে। মুম্বাইয়ের অভিজ্ঞ এই বোলার সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজে তার চাঞ্চল্যকর পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। এছাড়া শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও ক্রমতালিকায় নিজেদের ছাপ রেখেছেন ভারতীয় ক্রিকেটাররা। চলতি ভারত বনাম বাংলাদেশ সিরিজে মোট চারটি অর্ধশতরান করে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দ্বির্তীয় স্থানে উঠে এসেছেন জয়সওয়াল। এর আগে এই তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি দশম স্থান থেকে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। তবে বিরাট -জয়সওয়াল উন্নতি করলেও রোহিত শর্মা এবং শুভমন গিল নেমে এসেছেন যথাক্রমে ১৫ এবং ১৬ স্থানে।

ব্যাটিং এবং বোলিং ছাড়াও অলরাউন্ডারদের তালিকাতেও এসেছে পরিবর্তন। লাল বলের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকাতে(ICC Test rankings 2024) এই মুহূর্তে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত-বাংলাদেশ সিরিজে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়া রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও ভারতের হয়ে বর্তমানে টেস্ট না খেলেও প্রথম দশের মধ্যে রয়েছেন গুজরাটের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছেন তিনি।