Abjijit Ganguly: নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে অনেকের সমর্থন পেতেন: বিকাশ

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায় বলেছেন সিপিএমের পক্ষ থেকে তাঁকে আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন ঘটনার কথা কার্যত নস্যাৎ…

Bikash Ranjan Bhattacharya

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায় বলেছেন সিপিএমের পক্ষ থেকে তাঁকে আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন ঘটনার কথা কার্যত নস্যাৎ করলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনি স্পষ্টতই জানিয়েছেন, এমন কোনও প্রস্তাবের কথা তিনি অন্তত জানে না।

Advertisements

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট থেকে ইস্তফার পর তিনি যোগ দিয়েছেন বঙ্গ বিজেপিতে। আজ তাঁকে মোদীর সভায় ভাষণ দিতেও দেখা গিয়েছে। তবে একজন বিচারপতির এই রাজনীতিতে যোগ হয়ত মেনে নিতে পারেননি অনেকেই। বিজেপিতে যোগ দেওয়ার পরেই নানা চ্যানেলের স্টুডিওতে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে অভিজিৎ বাবুকে।

Advertisements

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যে সিপিএমের পক্ষ থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব এসেছিল সে কথা তিনি নিজেই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর দাবি উড়িয়ে দিয়ে মন্তব্য করেন, “দলের এমন সিদ্ধান্তের কথা আমার অন্তত জানা নেই। কেউ ওঁকে ব্যক্তিগত ভাবে ভোটে লড়ার কথা হয়ত বলতে পারেন, তবে এটা কোনও দলীয় সিদ্ধান্ত নয়।”

বিকাশ বাবু আরও বলেন, “উনি যদি একজন নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে অনেক বেশি সমর্থন পেতেন। উনি তো রাজনৈতিক দলের কর্মী নন। এখন উনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন সেটা ওঁর ব্যক্তিসিদ্ধান্ত।”