Abhijit Ganguly: বিজেপি ছাড়বেন অভিজিত গাঙ্গুলী, ইঙ্গিত দিলেন বিকাশরঞ্জন

প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলী (Abhijit Ganguly) বিজেপিতে কতদিন থাকবেন তার ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর ইঙ্গিতে ফের আলোড়ন। বাম সাংসদ বিকাশবাবুকে ‘গুরু’ বলে…

Bikash Ranjan Bhattacharya

প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলী (Abhijit Ganguly) বিজেপিতে কতদিন থাকবেন তার ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর ইঙ্গিতে ফের আলোড়ন।

বাম সাংসদ বিকাশবাবুকে ‘গুরু’ বলে আগেই চিহ্নিত করেছিলেন অভিজিত গাঙ্গুলী। বিচারপতি পদে থাকাকালীন টিভি চ্যানেলে তাঁর সাক্ষাৎকার ছিল বিতর্কিত। সেই সাক্ষাৎকারে অভিজিত গাঙ্গুলী সরাসরি স্বীকার করেছিলেন, তিনি বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে আইনের পাঠ নিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিকাশ-অভিজিত সম্পর্কের রসায়ণ নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে।

CPIM সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের ইঙ্গিত বিজেপির রাজনৈতিক নিয়মানুবর্তিতার সঙ্গে মানিয়ে চলতে পারবেন না অভিজিত গাঙ্গুলী। আইনজীবী-সাংসদ বিকাশরঞ্জন জানিয়েছেন, উনি রাজনীতির মানুষ নন। দলীয় শৃঙ্খলায় থাকতে পারবেন না।

একটি টিভি চ্যানেলে বিকাশরঞ্জন বলেন বিজেপি আর তৃণমূল আদপে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি। তাই আজকে যে গোঁসা করে আছে সে চলে যাবে বাপের বাড়ির আবার রাগ কমলে শ্বশুরবাড়ি ফিরে আসবে। দুটো দলের কর্মসূচি, কর্মপদ্ধতি অবিকল এক বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক মহল আলোড়িত।

শনিবার শিলিগুড়িতে অভিজিত গাঙ্গুলীর রাজনৈতিক জনসভার ইনিংস শুরু হয়। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে অভিজিত গাঙ্গুলী ছিলেন মঞ্চে। শিলিগুড়ির কাওয়াখালিতে বিজেপির সভার আগে অভিজিত গাঙ্গুলী রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন। এ নিয়ে বিতর্ক জোরদার। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করার মতো পরিস্থিতি নেই।