Mahua Moitra: মহুয়ার এনার্জির উৎস ‘সেক্স’! জানুন সত্য

mahua

তিনি নিজের মতো চলেন। চেনা পথের বাইরে হাঁটেন। বিরোধিতায় তাঁর অফুরান এনার্জি। আর এই এনার্জি তথা শক্তির উৎস হচ্ছে নাকি সেক্স! এমন একটি ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে মহুয়াকে বলতে শোনা যাচ্ছে, তাঁর এনার্জি তথা শক্তির উৎস হচ্ছে সেক্স। 

ভোটের প্রচারে বেড়িয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মহুয়া মৈত্রের। তাঁর শক্তির উৎস হচ্ছে সেক্স। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিজের মুখেই জানিয়েছেন এ কথা। এই সমস্ত কথাই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

   

ভোটের প্রচারে মহুয়া মৈত্রের সঙ্গী ছিলেন এক ইউটিউব চ্যানেলের সাংবাদিক। তিনি তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করেন, “আপনার শক্তির উৎস কী?” এক মুহূর্ত না ভেবে মহুয়া উত্তর দেন, “সেক্স।” তারপর হেসে ফেলেন মহুয়া।

যদিও যে সাংবাদিক মহুয়ার ইন্টারভিউ নিয়েছিলেন, তিনি টুইটে জানিয়েছেন, শব্দ বিকৃত করে এই ভিডিয়ো ভাইরাল করা হচ্ছে। মহুয়া মৈত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারাদিনের কাজের এনার্জির উৎস কী? উত্তরে তিনি বলেন, এগস (ডিম)। সেটাই বিকৃত করে অন্য শব্দ করা হয়েছে। 

সাংসদ মহুয়া মৈত্রর মুখশ্রী থেকে শরীর- যে কোনও পুরুষের মনেই ঝড় তুলবে। তার উপর বাড়তি পাওনা, তাঁর ব্যক্তিত্ব। কয়েক মাস আগে স্বল্প বসনে এবং মদের গ্লাস হাতে মহুয়ার ছবি ভাইরাল হয়। বিতর্কও হয়। তারপর আসে ঘুষ কেলেঙ্কারি।‌ বারবার এজেন্সির তলব। সবই সামাল দিচ্ছেন মহুয়া। এরপর কোমর বেঁধে ভোটের ময়দানে। এত এনার্জির উৎস হল ডিম!

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন