মানুষ উর্দিটা খুলে তৃণমূলের জামা পরিয়ে দেবে, তখন ঠ্যালা বুঝবে: সুজন

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে পুলিশকে হুঁশিয়ারি (CPIM) সিপিআইএম নেতা (Sujan Chakraborty) সুজন চক্রবর্তীর। তিনি বলেন, উর্দিকে  সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে।

তিনি বলেন,এটা ২০১৮ নয়। মানুষের টাকায় উর্দি এটা। কারোর বাপের পয়সায় কেনা উর্দি এটা নয়। ওই উর্দিকে সম্মান করতে হবে, নাহলে মানুষ উর্দিটা খুলে তৃণমূলের জামাটা গায়ে পরিয়ে দেবে। তখন ঠ্যালা বুঝবে। আমরা চাই না সেটা কোনোও দিন হোক। সুজন চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক শুরু।

   

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়নি। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য উত্তাপ বাড়ছে। শনিবার বাঁকুড়ার সভা থেকে তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট দেওয়ার কথা জানিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

২০১৮ সালের পঞ্চায়েত জুড়ে একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছিল। ২০২৩ এর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে বিরোধীরা বারবার পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল সরব। পুলিশের নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন