CPIM: ‘টুম্পা সোনা’ গেয়ে বিধানসভায় শূন্য, এবার পঞ্চায়েতে বাম-গানের ঝড়

২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় প্রকাশ পেয়েছিল সিপিআইএমের ‘টুম্পা সোনা’ গান। সেই গান মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। ব্রিগেড সমাবেশের জন্য তৈরি করা হয় এই গান।…

২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় প্রকাশ পেয়েছিল সিপিআইএমের ‘টুম্পা সোনা’ গান। সেই গান মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। ব্রিগেড সমাবেশের জন্য তৈরি করা হয় এই গান। ভীষণ জনপ্রিয়তা লাভ করে ‘টুম্পা সোনা’ গানটি। তবে ভাইরাল হলেও সেই প্যারোডি গানের প্রভাব ভোট বাক্সে ফেলতে পারেনি। বিধানসভায় শূন্য হয়ে যায় বামফ্রন্ট। গোহারা হেরে আর টুম্পার নাম মুখে আনেনি সিপিআইএম। এবার ফের পঞ্চায়েতের আগে প্রকাশ হল ‘সিপিআইএম’-এর গান।

সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন ‘Parody’ গানটি। পঞ্চায়েতকে সামনে রেখেই এই গান বানানো হয়েছে বলে দাবি করেন। গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী রাহুল, এবং নীলাব্জ সহ কয়েকজন। নির্বাচনের প্রচারে ব্যবহার করা হবে এই গান।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৈরি হল ‘বারান্দায় রোদ্দুর’-র প্যারোডি। দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এই গান ব্যবহার করা হবে পঞ্চায়েত নির্বাচনের কাজে। এইরকম প্যারোডি সবসময় সাধারণ মানুষের কাছে সহজে ছড়িয়ে পড়ে, এবং এর ফলে মানুষের কাছে নিজেদের কথা খুব কম সময়ে নিয়ে যাওয়া হয়। গত নির্বাচনে ‘টুম্পা সোনা’ ছাপ ফেলতে না পারলেও, এবার ‘বারান্দায় রোদ্দুর’ কি পারবে ভোট বাক্সে প্রভাব খাটাতে, প্রশ্ন রাজনৈতিক মহলে।