Coochbehar: দিনহাটায় বাম শিবিরে ধস নামালেন উদয়ন, মমতাকে দিলেন ‘সুখবর’

বাবা কমল গুহ ছিলেন বাম জমানার দাপুটে মন্ত্রী। পুত্র উদয়ন দীর্ঘ সময় বাম সরকারের হেভিওয়েট নেতা। পিতা-পুত্রের দাপটে কোচবিহার (Coochbehar) ছিল ফরোয়ার্ড ব্লকের দুর্জয় ঘাঁটি।…

Udayan Guha

বাবা কমল গুহ ছিলেন বাম জমানার দাপুটে মন্ত্রী। পুত্র উদয়ন দীর্ঘ সময় বাম সরকারের হেভিওয়েট নেতা। পিতা-পুত্রের দাপটে কোচবিহার (Coochbehar) ছিল ফরোয়ার্ড ব্লকের দুর্জয় ঘাঁটি। এখন তৃণমূলী উদয়ন গুহ সেই ফরওয়ার্ড ব্লক ভেঙে খান খান করছেন। কোচবিহার জেলায় সিংহ গর্জন আর নেই। ফরোয়ার্ড ব্লকের ভাঙনে সিপিআইএমের কটাক্ষ ওরা সব উদয়নেরই লোক।

দিনহাটাতে বাম শিবিরে ভাঙন।‌ বামফ্রন্ট শরিক দল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ও সমর্থকরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা। দিনহাটার ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন তারা।

দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নিজস্ব বাসভবনে তার হাত ধরে শিবির বদল ঘটল। দিনহাটার ২ নং ব্লকের কৃষিমোড় গ্রামের বর্ষীয়ান বাম নেতৃত্ব অনন্ত বর্মন ও অক্ষয় সরকার তারা দুজন ও তাদের সাথে বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শিবির বদলের পর তারা জানান যেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দীর্ঘদিন ফরোয়ার্ড ব্লকে ছিলেন, পরবর্তীতে মন্ত্রী তৃণমূল কংগ্রেসে চলে আসায় তারা তখন আসতে পারেনি। বর্তমানে রাজ্যের উন্নয়ন দেখে মন্ত্রী উদয়ন গুহ তাদের দলের সঙ্গী ও সহকর্মী ‌একসঙ্গে দলের কাজ করার বা এলাকার উন্নয়ন করার জন্য তারা আজ ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

ফরোয়ার্ড ব্লক ছেড়ে নেতৃত্ব সহ বেশ কিছু কর্মী সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদান করায় মন্ত্রী উদয়ন গুহকে খুশির মেজাজে দেখা গেছে। নিজেই তাদের হাতে পতাকা তুলে দিয়েছেন। মন্ত্রীরও একই অভিমত পুরোনো সঙ্গীরা তৃণমূল কংগ্রেসে আসাতে তারা একসাথে কাজ করতে পারবেন। এই ঘটনায় দিনহাটার ২ নং ব্লকের ফরোয়ার্ড ব্লকে বাম শিবির ধসের মুখে। যারা আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তারা আশাবাদী যারা কিছুজন ফরোয়ার্ড ব্লকে আছেন তারাও তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। সেক্ষেত্রে দিনহাটা ২ নম্বর ব্লক ফরোয়ার্ড ব্লক শূন্য হয়ে পড়বে।