Mamata Banerjee: জেলে হেমন্ত, মমতা বললেন আমাকে জেলে দিলে ‘ফুটো’ করে বেরোব

জমি দুর্নীতির তদন্তে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। গতকাল তাকে গ্রেফতার করে ইডি। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ। বুধবার ঝাড়খণ্ডের…

জমি দুর্নীতির তদন্তে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। গতকাল তাকে গ্রেফতার করে ইডি। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ।

বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে। গ্রেফতারের ২৪ ঘন্টা শেষ হওয়ার আগে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কতার সুরে বলেন যে তাকে জেলে রাখলেও তিনি বিজেপি-বিরোধী লড়াই থেকে এক ইঞ্চিও পিছিয়ে থাকবেন না।

বৃহস্পতিবার নদিয়া জেলার শান্তিপুরে সরকারি চাকরির কর্মসূচি থেকে তৃণমূলের বিভিন্ন নেতাদের গ্রেফতারের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে জেলে রাখলেও আমি জেল ভেঙে বেরিয়ে আসব।” তবে হেমন্ত সোরেনের প্রসঙ্গ তোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের পালপাড়ায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষের পর তিনি সড়কপথেই শান্তিপুরের উদ্দেশ্যে প্রশাসনিক সভার জন্য রওনা হন। প্রশাসনিক সভার পাশাপাশি দলের জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে মমতার। এছাড়া লোকসভা নির্বাচনের আগে শান্তিপুরের সভা থেকে একাধিক প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি সতর্কতার সুরে বলেন, “বাংলা এগিয়ে যাবে। ভারতবর্ষের সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও কিচ্ছু হবে না। আমাকেও জেলে পুরে দিলে, জেল ফুটো করে বেরিয়ে আসব।“