West Bengal Day: পশ্চিমবঙ্গ দিবস ১ বৈশাখ? সর্বদলীয় বৈঠক ডাকলেন মমতা

পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালিত হবে রাজ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন সর্বদলীয় বৈঠক। আগামী ২৯ আগস্ট নবান্নে হবে বৈঠক।…

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালিত হবে রাজ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন সর্বদলীয় বৈঠক। আগামী ২৯ আগস্ট নবান্নে হবে বৈঠক। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এমনই খবর। বৈঠক সর্বদলীয় বলা হলেও বিধানসভায় বিরোধী দল বিজেপি এতে অংশ নেবে কিনা তা নিয়ে চর্চা প্রবল। কারণ, বিজেপির দাবি দেশভাগের প্রেক্ষিতে যুক্ত বাংলা ভেঙে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। আর রাজ্য্ সরকার পয়লা বৈশাখ দিনটি পালন করতে উদ্যোগী হয়েছে। বিতর্ক এখানেই।

বিধানসভায় সংযুক্ত মোর্চাও বিরোধীপক্ষে বসে। তাদের একমাত্র বিধায়ক আইএসএফ। এই দলটির বিধায়ক নওশাদ সিদ্দিকি সর্বদলীয় বৈঠকে যাবেন কিনা তাও স্পষ্ট নয়। রাজ্যের পূর্বতন দুই শাসক দল কংগ্রেস ও সিপিআইএমের কোনও বিধায়ক নেই বিধানসভায়। তাদেরও কি বৈঠকে ডাকা হবে? এই প্রশ্ন উঠছে।

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে নবান্ন জানিয়েছে, সর্বদলীয় বৈঠক হবে। কোন কোন দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে তা বলা হয়নি। ২৯ আগস্ট বিকেল চারটে নাগাদ হবে বৈঠক। মু়খ্যমন্ত্রীর দফতর সূত্রে আরও জানা যাচ্ছে, ওই সর্বদলীয় বৈঠকে কয়েকজন ইতিহাসবিদ থাকবেন। তাদের সাথেও পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিশদে আলোচনা হবে। কারণ পশ্চিমবঙ্গ তৈরির সাথে জড়িয়ে আছে ভারত বিভাগের বিষয়টি। একইভাবে পাঞ্জাবও ভাগ হয়েছিল।

শাসকদল তৃ়ণমূল কংগ্রেস চায় প্রতি বাংলা নববর্ষ অর্থাৎ ১ বৈশাখ রাজ্যে পালিত হোক পশ্চিমবঙ্গ দিবস। বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে  টিএমসির এই প্রস্তাবে  সরকারী শিলমোহর দিতে চলেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে প্রস্তাবটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায়। তিনি অনুমোদন দিলেই প্রস্তাবে শিলমোহর পড়বে।

বিরোধী দল বিজেপির দাবি, দেশভাগের ফলে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। ১৯৪৭ সালের এই ২০ জুনই তৎকালীন অবিভক্ত ভারতের বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল ভোটাভুটির মাধ্যমে। সেক্ষেত্রে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছিলেন রাজ্যপাল। এই নিয়ে রাজ্য সরকারকে সাথে রাজ্যপালের বিরোধ বাধে। মুখ্যমন্ত্রীর অনুরোধে স্পিকার একটি কমিটি গঠন করেছেন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য নতুন দিনক্ষণ ঠিক করার জন্য।