তৃণমূলে যোগের শর্ত চাপালেন সৌমিত্র

লোকসভা ভোটে জয়ের হ্যাটট্রিক করেছেন। শেষ ২ বার জিতেছেন পদ্মপ্রার্থী হয়ে। প্রথমবার সাংসদ হয়েছিলেন ঘাসফুলের প্রতীকে। ফের তৃণমূলেই কী ফিরবেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)? ভোটের…

bjp-mp-saumitra-khan-declares-loyalty-to-narendra-modi-rejects-tmc-comeback-facebook-post

লোকসভা ভোটে জয়ের হ্যাটট্রিক করেছেন। শেষ ২ বার জিতেছেন পদ্মপ্রার্থী হয়ে। প্রথমবার সাংসদ হয়েছিলেন ঘাসফুলের প্রতীকে। ফের তৃণমূলেই কী ফিরবেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)? ভোটের ফল ঘোষণার পর এ নিয়ে জোর জল্পনা।

চব্বিশের লোকসভা ভোটে দুই প্রাক্তনের লড়াই দেখেছে বিষ্ণুপুর। সৌমিত্র খাঁর প্রতিপক্ষ ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল। একুশের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূলে যোগ দেন। প্রাক্তনের পথে হেঁটে পুরনো দলে ফিরবেন সৌমিত্র খাঁ?

   

এই জল্পনা জোরাল হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে সৌমিত্রর মন্তব্য ঘিরে। অভিষেকের প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, ‘অভিষেক ভালো করেছেন বলেই রাজ্যজুড়ে তৃণমূল ভালো ফল করেছে।’ ভালো কাজ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের রণকৌশলের কথা বলেছেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী।

এবার কী বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা ভাবছেন সৌমিত্র খাঁ? জবাবে তিনি বললেন, ‘যে দিন অভিষেক বিজেপিতে যোগ দেবেন, সে দিন আমি তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবব।’

কংগ্রেসের সঙ্গে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন সৌমিত্র খাঁ। ২০১১ সালে বিধায়ক হন। পরে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। ২০১৪ সালে বিষ্ণুপুরের সাংসদ। সেই মুকুলের হাত ধরেই বিজেপিতে নাম লেখান ২০১৯ সালে। তৃণমূল ছাড়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান। এবার প্রতিপক্ষের সেই নেতার প্রশংসা শোনা গেল বিজেপির সফল যোদ্ধার গলায়।