লোকসভা ভোটে হারের দু’মাস পর ‘প্রকাশ্যে’ বিজেপির তাপস

তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ (Tapas Roy) তুলে লোকসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কার্যত জামাই আদর করে তাঁকে দলে নিয়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি…

Tapas-Roy-BJP

তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ (Tapas Roy) তুলে লোকসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কার্যত জামাই আদর করে তাঁকে দলে নিয়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতা লোকসভা থেকে বিজেপি টিকিট দিলেও জিততে পারেননি বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় (Tapas Roy)।

৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়। ইভিএম খুলতেই দেখা যায়, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছেন তাপস রায়। প্রচার চলাকালীন তর্জন-গর্জন করলেও, ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে কার্যত ‘স্পিকটি নট’ ছিলেন তাপস। বিজেপির কর্মসূচিতেও সেভাবে দেখা যায়নি তাঁকে। অবশেষে আজ, শুক্রবার বিজেপি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন তাপস।

   

বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসে বিজেপি। তার আগে দলের রাজ্য সদর দফতর মুরলিধর সেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলও করেন বিজেপির নেতা-কর্মীরা। শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, শঙ্কর ঘোষ, তাপস রায়, রাহুল সিনহার মতো প্রথম সারির নেতারা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

হারের হতাশা থেকে বাংলা-ভাগ, নাকি নেপথ্যে বিজেপির অন্য কোনও অভিসন্ধি?

বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বক্তব্য রাখার সময় তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাপস রায় বলেন, নির্বাচন ফান্ডের মাধ্যমে তৃণমূলকে টাকা দেয় CESC। ২০ হাজার ৪০০ টাকার বিল পেয়েছি এবার। এত বিল কোনওভাবে আসতে পারে না। আমাদের টাকা থেকে নিয়ে তৃণমূলের নির্বাচনী তহবিল ভরায় CESC। বলে রাখি, এই মনোপলি বেশি দিন চলবে না। 

তৃণমূলের এক সময়ের পার্টি অফিসে তীব্র বিস্ফোরণ, উড়ল চাল-দেওয়ালে ফাটল