BJP: বিধায়কদের ৫০ কোটির টোপ দিচ্ছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

লোকসভা ভোটের আগে বিধায়কদের কেনার পরিকল্পনা করছে বিজেপি (BJP)। এমনই অভিযোগ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,…

bjp flag

লোকসভা ভোটের আগে বিধায়কদের কেনার পরিকল্পনা করছে বিজেপি (BJP)। এমনই অভিযোগ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেস বিধায়কদের দলে টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিধায়কপিছু ৫০ কোটি টাকা অফার করছে ওরা। কংগ্রেস বিধায়কদের যেনতেন প্রকারে বিজেপিতে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। কর্নাটকের মুখ্যমন্ত্রীর ‘অপারেশন লোটাস’ এর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘অপারেশন লোটাস’ কথাটি প্রথম শোনা গিয়েছিল। বিজেপি কর্নাটক বিধানসভা নির্বাচনে সেবার সংগরিষ্ঠতা পায়নি। অভিযোগ, সংখ্যালঘু সরকার বাঁচাতে প্রচুর আর্থিক লেনদেনের বিনিময়ে বিধায়ক কেনাবেচা করেছিলেন বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এই ঘটনার রেশ সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছিল। কর্নাটকের স্পিকারকে একহাত নিয়েছিল দেশের শীর্ষ আদালত। এরপর ২০১৯ সালেও ‘অপারেশন লোটাস’ এর মাধ্যমে কর্নাটকের ক্ষমতা দখল করেছিল বিজেপি।

২০১৮ সালে ভোটে জিতে কংগ্রেস-জেডিএস সরকার গঠন করলেও ১৭ জন বিধায়ককে ভাঙিয়ে বিজেপি পরের বছরই ক্ষমতা দখল করে। ২০২৩ এর বিধানসভা ভোটে কর্নাটক দারুণ ফল করে কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে জিতে মসনদে বসে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের পর থেকেই বিধায়কদের কেনার চক্রান্ত শুরু করেছে বিজেপি। কোটি কোটি টাকার পাশাপাশি মন্ত্রিত্বের লোভও দেখানো হচ্ছে।

সিদ্দারামাইয়ার কথায়, ওরা গত বছর থেকে আমাদের সরকার ফেলার চক্রান্ত করছে। বিধায়কদের ৫০ কোটি টাকা অফার করা হচ্ছে। তবে আমাদের বিধায়করা দল ছাড়বেন না। একজন বিধায়ককেও ভাঙাতে পারবে না বিজেপি।

গত অক্টোবরে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার প্রথম বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙানোর চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়ার মুখেও একই ধরনের কথা শোনা গিয়েছিল।

কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ‘অপারেশন লোটাস’ এর অভিযোগ তুললেও তা মানতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির দাবি, মিথ্যা অভিযোগ করছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে পরিকল্পনা করেই এই অভিযোগ তুলছেন উনি।

প্রসঙ্গত, এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।