Suvendu Adhikari: শাহজাহানের দলের হাত থেকে পরিত্রাণ চায় বাংলা: শুভেন্দু

Suvendu Adhikari

বসিরহাটে জমে উঠেছে ভোটের লড়াই। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। শুধু তাই নয় দিল্লি থেকে ফোন করে তাঁকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ফোন পেয়ে রীতিমতো চাঙ্গা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ তাঁর সমর্থনে মিছিলে অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisements

পদ্মফুল প্রতীক হাতে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরন শুভেন্দু অধিকারী। প্রার্থী রেখা পাত্র হুডখোলা জিপে চড়ে ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়ান। শুভেন্দু অধিকারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলেন চোরেদের দলকে মুখে দিন। মিছিলে বহু বিজেপি কর্মীকে যোগ দিতে দেখা যায়।

   

বারাসাত স্টেডিয়ামে বড় সভা হওয়ার কথা থাকলেও প্রথমে অনুমতি দেয়নি প্রশাসন। পরে অনুমতি পেলেও বিজেপির পক্ষ থেকে সেখানে সভার আয়োজন করা হয়নি। রাস্তায় বড় মিছিল করে বিজেপির পক্ষ থেকে ভোটারদের মন জয়ের চেষ্টা করা হয়।

Advertisements

এর আগে রেখা পাত্রর স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে তিনি ঘটনার চরম নিন্দা করেন। শুভেন্দু অধিকারীও বলেন স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূলের সম্পত্তি নয়। এদিন বারাসাতে প্রচারে নেমে শুভেন্দু অধিকারী বলেন, বাংলা এবার শেখ শাহজাহানের দলের হাত থেকে মুক্তি চাইছে।