United nation:কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ,সকলের অধিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে ক্রমশই চাপ বাড়ছে নয়া দিল্লির উপরে। প্রসঙ্গত বুধবারই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্ন…

Delhi CM Arvind Kejriwal

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে ক্রমশই চাপ বাড়ছে নয়া দিল্লির উপরে।

প্রসঙ্গত বুধবারই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করেছিল আমেরিকা৷ এর প্রতিবাদে মার্কিন কূটনীতিককে ডেকে পাঠিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছে নয়াদিল্লি৷

এবার বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের একজন মুখপাত্র মন্তব্য করেছেন, আমরা আশা করি ভারত সহ যে দেশগুলিতেই নির্বাচন হয় সেখানে রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে,যাতে মুক্ত এবং ভয়হীন পরিবেশে প্রত্যেকে ভোট দিতে পারেন৷

যদিও এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।রাষ্ট্রপুঞ্জ-এর এই উদ্বেগ কি আদেও ভোটবাক্সকে প্রভাব ফেলতে পারবে, সেটাই এখন দেখার।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থা ইডি হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে কোর্ট। আগামী ১ মার্চ অবধি দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে থাকতে হবে। তাঁর স্ত্রীএর তরফে জানা গিয়েছে ইডি হেফাজতে তাঁর সঙ্গে অভদ্রতা করা হচ্ছে।