Birbhum: কেষ্ট আছে তিহারে, বীরভূমে ‘নড়বড়ে’ বিজেপিকে চাঙ্গা করতে যাবেন শাহ

Amit Shah rath

বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার তদন্তে এখন তিহার জেলে বন্দি। তার গ্রেফতারির পরেই জেলায় তৃ়নমূল (TMC) ত্যাগ করে বাম (CPIM) শিবিরে ঢোকার পরপর ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তিনি নিজে এই জেলার সাংগঠনিক দায়িত্ব নিয়েছেন। জেলায় বিজেপি (BJP)  ত্যাগ করেও বাম শিবিরে ঢোকার পালা চলছে। শাসক ও বিরোধী দলের ভাঙনে বীরভূম সরগরম। এই পরিস্থিতিতে বীরভূম আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বিজেপিতে গুঞ্জন, বগটুই গণহত্যার গ্রামে যেতে পারেন অমিত শাহ। তাঁর সফর ঘিরে জেলা বিজেপি সরগরম। জেলায় সংঠন নড়বড়ে মেনে নিচ্ছেন নেতারা। রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৪ এপ্রিল কলকাতায় আসবেন। এরপর তিনি বীরভূম জেলার সিউড়িতে জনসভা করতে পারেন।

   

পঞ্চায়েত ভোটের আগে দলীয় পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপির নেতাদের শাহ সঙ্গে বৈঠক করবেন। ১৫ এপ্রিল পৈয়লা বৈশাখের দিন তিনি দিল্লি ফিরে যাবেন।

তবে দলীয় রাজ্য নেতাদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বীরভূমের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। তিনি দলীয় কর্মীদের বসে যাওয়ার বার্তা আগেই পাঠিয়েছেন

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন