পোলিও টিকার (Polio vaccine) দুটি ডোজের বদলে তিনটি ডোজের নিয়ম চালু হবে নতুন ব়ছরে। দেওয়া হয় শিশুদের। বাড়তি একটি ডোজ় দেওয়ার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম চালু হবে। শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে পোলিও ডোজে বাড়তি গুরুত্ব সরকারের।
জাতীয় পোলিও টিকাকরণ সফলতার সাথে চলায় দেশে প্রায় শূন্যতে এসে ঠেকেছে পোলিও। সরকারি তথ্যে বলা হয়েছে ২০১১ সালের পর থেকে পোলিও ভাইরাসে আক্রান্ত হয়নি কেউ। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই বাড়তি এক ডোজ পোলিও ফোঁটা দেওয়ার নিয়ম চালু হলো।
- ৬ থেকে ১৪ সপ্তাহ বয়সের শিশুদের পোলিও টিকার দুটি ডোজ় দেওয়া হয়।
- ১৪ সপ্তাহ থেকে ৯ মাস বয়সের মধ্যে টিকার আরও একটি ডোজ নিতে হবে
- পোলিও টিকার তৃতীয় ডোজ শিশুর বাঁ হাতের ওপরের দিকে দিতে হবে
কেন্দ্রের তরফে বলা হয়েছে, তৃতীয় ডোজ় দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগে স্বাস্থ্যকর্মীদের এ ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছে এই পোলিও আসলে ভাইরাস জনিত একটি অসুখ। পঙ্গুত্ব হয়। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নাক বা মুখ দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করে।