সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামার আগে হুঁশিয়ারি ফুটবলার সুমিত রাঠির

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATKমোহনবাগান ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে হারিয়ে বাউন্সব্যাক করেছে। এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদায় হারের ধাক্কাতে লিগ টপার হওয়ার আশা…

Sumit Rathi

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATKমোহনবাগান ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে হারিয়ে বাউন্সব্যাক করেছে। এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদায় হারের ধাক্কাতে লিগ টপার হওয়ার আশা ভেস্তে যায়।

লিগে দুই থেকে ছয় নম্বরে নেমে এসে নিজামর্সদের হারিয়ে ISL পয়েন্ট টেবলে মেরিনার্সরা এখন চার নম্বরে।টিমগেমের কোনও বিকল্প নেই ফুটবলের এটা যুবভারতীতে সবুজ মেরুন ব্রিগেডের পারফরম্যান্সের প্রমাণিত সত্য।তাই টিমগেম নির্ভর ফুটবলকে ধরে রেখে আগামী শনিবার জয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাইছে ATKমোহনবাগান।

এই সূত্রে শুক্রবার মেরিনার্স ক্যাম্পের ডিফেন্ডার সুমিত রাঠির (Sumit Rathi) টুইট পোস্টের থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে গোটা সবুজ মেরুন বাহিনী সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় তুলে আনতে মরিয়া।ওই টুইট পোস্টের ক্যাপসনে রাঠি লিখেছে,”বেঙ্গালুরু, এখানে আমরা এসেছি! 👊🏻”

জনি কাউকোর চোট এবং লিগের মাঝপথ থেকে ফিনল্যান্ড ফিরে যাওয়তে কার্ল ম্যাকহিউ এবং হুগো বাউমাস ওভার লোড(বাড়তি দায়িত্ব) নিয়ে টিমকে হায়দরাবাদের বিরুদ্ধে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে এনেছে।এই জায়গায় এসে মেরিনার্সরা পিছনে ঘুরে তাকাতে নারাজ। রয় কৃষ্ণদের বিরুদ্ধে তিন পয়েন্ট জোগাড় করে চলতি ISL টুর্নামেন্টে প্রথম পাঁচটি দলের মধ্যে থাকাটাকেই ‘পাখির চোখ’ করে নিয়েছে ATKমোহনবাগানের ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো এন্ড হিজ বয়ে’জ।