PM’s message to Trump
নয়াদিল্লি: স্বাধীনতার পর খাদ্যসংকটের চ্যালেঞ্জ পেরিয়ে ভারতকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন দেশের কৃষকরা- এই স্বীকৃতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার লালকেল্লা থেকে স্পষ্ট করে দিলেন, কৃষকের স্বার্থে সরকার কখনও আপস করবে না। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে পরপর দ্বাদশবারের মতো জাতির উদ্দেশে ভাষণে মোদীর এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এক পরোক্ষ বার্তা বলেই মনে করছে কূটনৈতিক মহল।
কৃষকের স্বার্থে প্রাচারীর মতো থাকবে মোদী
প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর সবার জন্য খাদ্যের ব্যবস্থা করা ছিল এক বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের কৃষকরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কৃষকের স্বার্থে মোদী দেয়ালের মতো দাঁড়িয়ে থাকবে, কোনও আপস নয়।” আত্মনির্ভর ভারতের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি সতর্ক করেন, অন্য দেশের ওপর নির্ভরশীলতা বিপদের পথ— স্বার্থ রক্ষার জন্য স্বনির্ভর হওয়া জরুরি। গত সপ্তাহেও মোদী বলেছিলেন, কৃষকের স্বার্থ রক্ষায় তিনি ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে প্রস্তুত।
বর্তমানে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি অচলাবস্থায়। মার্কিন প্রশাসনের চাপ সত্ত্বেও ভারত নিজের কৃষি ও দুগ্ধবাজার খুলে দিতে অনিচ্ছুক। এর মধ্যে ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ভারতের ওপর, পাশাপাশি রাশিয়ান তেল কেনা বন্ধ না করায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের অভিযোগ, এই তেল রাশিয়ার ইউক্রেনযুদ্ধ চালিয়ে যাওয়ার নেপথ্যে।
‘২০২৫-এর শেষেই বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া চিপ’ PM’s message to Trump
বিশ্ব বাণিজ্যের অস্থিরতার মধ্যে ফের দেশীয় শিল্পের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিনির্ভর ২১ শতকে ভারতীয়দের হাতে তৈরি সেমিকন্ডাক্টর চিপ আগামী বছরের শেষে বাজারে আসবে বলে জানান তিনি। পাশাপাশি দেশীয় সার উৎপাদন ও দেশেই তৈরি যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণের আহ্বান জানান, যাতে বৈশ্বিক বাজারে ভারতের প্রযুক্তি শক্তির প্রমাণ রাখা যায়।
জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গও তোলেন মোদী। তাঁর কথায়, “আমাদের জ্বালানির প্রয়োজনে এখনও বহু দেশের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সত্যিকারের আত্মনির্ভর ভারত গড়তে হলে জ্বালানি স্বাধীনতা অর্জন অপরিহার্য।” তিনি জানান, গত ১১ বছরে ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩০ গুণ বেড়েছে, বর্তমানে ১০টি নতুন পারমাণবিক রিয়্যাক্টর চালু হয়েছে। স্বাধীনতার শতবর্ষে পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা দশগুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে দেশ।
প্রধানমন্ত্রীর এই ভাষণ একইসঙ্গে কৃষি, প্রযুক্তি, ও জ্বালানি নিরাপত্তায় আত্মনির্ভর ভারতের সুস্পষ্ট রূপরেখা আঁকল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Bharat: Prime Minister Narendra Modi declared from the Red Fort that the government will never compromise on the interests of Indian farmers, who have made the nation self-sufficient in food after overcoming post-independence challenges. This statement is seen as a message to US President Donald Trump.