AP: প্রধানমন্ত্রীজি বাঘের বদলে গোরুকে জাতীয় পশু করুন, দাবি বাবা রামদেবের

News Desk: জাতীয় পশু পাল্টে দেওয়া হোক। কোনও দরকার নেই বাঘের। তার বদলে গোরু হোক জাতীয় পশু। এমনই দাবি করেছেন বাবা রামদেব। মনে করা হচ্ছে…

ramdev

News Desk: জাতীয় পশু পাল্টে দেওয়া হোক। কোনও দরকার নেই বাঘের। তার বদলে গোরু হোক জাতীয় পশু। এমনই দাবি করেছেন বাবা রামদেব। মনে করা হচ্ছে তাঁর দাবির পি়ছনে রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা ভোটে বিজেপির প্রচার।

সম্প্রতি বাবা রামদেব পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার বিরোধিতা করেন। সেই ম্যাচে ভারত হেরে গিয়েছে।

বাবা রামদেবের দাবি করেছেন দেশের জাতীয় পশুর পরিবর্তন করা হোক। এক্ষেত্রে তিনি গোমাতা শব্দ ব্যবহার করেছেন। অন্ধপ্রদেশের তিরুপতিতে দু দিনব্যাপী মহা গো সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলন থেকে যোগগুরু বাবা রামদে ভাষণে বলেছেন,ভারতের জাতীয় পশু হওয়া উচিত গোমাতা।

ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন গোমাতা কে জাতীয় পশু করার বিষয়ে একটি আইন প্রচলন করেন। পতঞ্জলি সেবাপীঠ প্রথম থেকেই গো সংরক্ষন কর্মসূচির শীর্ষে থেকেছে। তিনি বলেন, তিরুপতির এই মহা গো সম্মেলনে গরু প্রেমীদের মধ্যে আরো বেশি করে গো মাতার প্রতি প্রেম জেগে উঠবে। খুব শীঘ্রই যেন ভারতের জাতীয় পশু হিসেবে গরুকে ঘোষণা করা হয়।

বাবা রামদেবকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যবহার করবে বিজেপি। সূত্রের খবর, তবে সরাসরি তিনি বিজেপির হয়ে প্রচার করবেন না। তিনি বিভিন্ন অনুষ্ঠান থেকে হিন্দু ধর্মের হয়ে প্রচার করবেন।