Modi: তেজস যুদ্ধবিমানে ‘ফটোশ্যুট!’ আকাশে কাকে হাত নাড়ছেন মোদী? নেটিজেন মহলে তীব্র কটাক্ষ

তেজস যুদ্ধ বিমানে ফটোশ্যুট করে প্রধানমন্ত্রী মোদী (modi) সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন। বায়ুসেনার বিমান তিনি কি আদৌ উড়িয়েছেন? কেন তাঁকে যুদ্ধ বিমানে চাপানো হল?…

তেজস যুদ্ধ বিমানে ফটোশ্যুট করে প্রধানমন্ত্রী মোদী (modi) সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন। বায়ুসেনার বিমান তিনি কি আদৌ উড়িয়েছেন? কেন তাঁকে যুদ্ধ বিমানে চাপানো হল? তিনি কি নিজেকে বায়ু সেনা বলে চিহ্নিত করতে চাইছেন? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। তেজস যুদ্ধ বিমানে মোদীর ছবি নিয়ে কংগ্রেসের কটাক্ষ, আকাশে তিনি কাকে হাত নাড়ছিলেন?

এদিন প্রধানমন্ত্রী মোদী বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সফরের সময়  একটি তেজস যুদ্ধবিমানে চড়েন। বায়ুসেনার পোশাকে প্রধানমন্ত্রীর ছবিগুলি প্রকাশ হতেই বিজেপি ও সমমনা বিভিন্ন সংগঠন উল্লসিত হয়ে ওঠে। আর কংগ্রেস ও বিরোধী শিবির শুরু করে ট্রোল।

একটি ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী বিমানের ভিতর থেকে আকাশেই হাত নাড়ছেন! এই ছবি নিয়ে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ফেসবুক পেজে লেখা হয়েছে, “বাদলের উপর কাকে হাত দেখাচ্ছে”। এরসাথে হিন্দিতেও একই কথা লেখা হয়। মোদীর এই ছবি নিয়েই বিতর্ক। পক্ষে-বিপক্ষে নেটিজেন মহল সরব।

Modi

অভিযোগ, যত লোকসভা ভোট এগিয়ে আসছে মোদী ততই নাটক শুরু করেছেন। নেটিজেন মহলে প্রশ্ন, সেনাবাহিনী নিয়ে মোদীর ফটোশ্যুট সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা।

এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, “তেজসে সফল যাত্রা সম্পন্ন করলাম। এই অভিজ্ঞতা আমাকে দারুণ ভাবে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব এবং আশার আলো এনে দিয়েছে”