HomeBharatNarendra Modi Birthday: নিজের হাতে ৮ চিতাকে মুক্ত করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi Birthday: নিজের হাতে ৮ চিতাকে মুক্ত করবেন প্রধানমন্ত্রী

- Advertisement -

গোটা দেশজুড়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi Birthday) ৭২ তম জন্মদিন পালন করা হচ্ছে। এদিকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে ৭ দশক পর ভারতে ফিরল চিতা (Cheetah)।

জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার চিনুক বিমানে নামিবিয়া থেকে মধ্যপ্রদেশে আনা হল ৮টি চিতাকে। তাঁদের কুনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। অভয়ারণ্যে নিজের হাতে চিতাগুলিকে ছেড়ে দেবেন প্রধানমন্ত্রী বলে খবর।

   

উল্লেখ্য, ১৯৫২ সালে দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণী। তবে ভারতে চিতার সমগোত্রীয় লেপার্ডের দেখা মেলে। সূত্রের খবর, ১৬ সেপ্টেম্বর ৫টি স্ত্রী ও ৩টি পুরুষ-সহ ৮টি চিতা চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭২ তম জন্মদিনে সমস্ত আফ্রিকান চিতাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন।

জন্মদিন উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পার্কের কোয়ারেন্টাইন এনক্লোজারে আফ্রিকান চিতাগুলির মধ্যে তিনটিকে মুক্তি দেবেন, একজন কর্মকর্তা জানিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular