PM Modi : আজ কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন (Omicron) । এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছেন ভারতের বিশেষজ্ঞরা । তাঁদের একাংশের অনুমান, ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) দেখা…

Narendra Modi  vaccination

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন (Omicron) । এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছেন ভারতের বিশেষজ্ঞরা । তাঁদের একাংশের অনুমান, ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় সূত্রের খবর, এখন পর্যন্ত দেশে মোট ২১৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত ৫৭ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র(৫৪) ও তেলাঙ্গানা(২৪)।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থার্ড ওয়েভ আসলে তা এক মাসের মধ্যে হ্রাস পাবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইআইটি হায়দরাবাদের এম বিদ্যাসাগর (M Vidyasagar of IIT Hyderabad) ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির প্রধান বলেছেন, ‘ভারতে ওমিক্রনের তৃতীয় ঢেউ থাকবে। তবে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে হালকা হবে।’    

এদিকে ওমিক্রন(Omicron) উদ্বেগের মাঝে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare – West Bengal)। আন্তর্জাতিক বিমান যাত্রীদের (International Airlines Passenger) জন্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘বিমানবন্দরে জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome sequencing) জন্য নমুনা সংগ্রহ নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তের (Covid19) হদিশ মিললে প্রাতিষ্ঠানিক আইসোলেশন (Isolation) বাধ্যতামূলক। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা বাধ্যতামূলক।’