Sayantan Basu: রাজ্য কমিটি থেকে বাদ পড়তেই সায়ন্তনের দুয়ারে তৃণমূল নেতারা

নিউজ ডেস্ক, কলকাতা : বুধবার বিকেলে বিজেপির (BJP) যে নয়া রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বাদ পড়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন…

sayantan basu

নিউজ ডেস্ক, কলকাতা : বুধবার বিকেলে বিজেপির (BJP) যে নয়া রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বাদ পড়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। সূত্রের খবর, এরপর রাতেই সায়ন্তন বসুর বিধাননগরের বাড়িতে যান এক বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা। এ নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে।

প্রায় ৫ বছর ধরে বঙ্গ বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন সায়ন্তন। তৃণমূলের বিরুদ্ধে সবসময়ই বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। কিন্তু তারপরেও নয়া রাজ্য কমিটিতে তাঁর জায়গা হয়নি। বিজেপির অন্দরের খবর, নয়া কমিটি থেকে বাদ পড়তেই নাকি সায়ন্তন ক্ষুব্ধ হয়ে যান। ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমনকি বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। তারইমধ্যে রাতের দিকে সায়ন্তনের বাড়িতে এক বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ তৃণমূলের কয়েকজন নেতা যান। যদিও বিষয়টি নিয়ে সায়ন্তন কোনও মন্তব্য করেননি।

   

তৃণমূলের একটি মহলের দাবি, সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। চা খাওয়ার ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা খোলসা করা হয়নি। বুধবার বিকেলে বিজেপির নয়া রাজ্য কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে তারপরই গেরুয়া শিবিরের একটি মহলে ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন দলের হয়ে মাঠে নামলেও রীতেশ তিওয়ারি, প্রতাপ বন্দ্যোপাধ্যায়রা রাজ্য কমিটি থেকে ব্রাত্য থেকে গিয়েছেন।

বিজেপির একটি মহলের দাবি, নয়া কমিটিতে সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ‌ চক্রবর্তীর ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠের সংখ্যা নয়া রাজ্য কমিটিতে অনেকটাই কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন, ‘যাঁরা রাষ্ট্রীয় আরএসএসের সঙ্গে কাজ করেছেন, তাঁদের তুলে ধরা এবং প্রাক্তন তৃণমূল নেতাদের বাইরে রাখার তেমন কোনও চেষ্টা ধরা পড়েনি। আগে সংঘের নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়ার অলিখিত নিয়ম ছিল।’