সকলকে ফের দেশভক্তির পাঠ পড়ালেন প্রধানমন্ত্রী

এনসিসির (NCC) অনুষ্ঠানে আবারও একবার সকলকে দেশভক্তির পাঠ পড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে প্রধানমন্ত্রী গার্ড অফ অনারও পরিদর্শন করেন, এনসিসি-র কন্টিনজেন্টের মার্চ…

এনসিসির (NCC) অনুষ্ঠানে আবারও একবার সকলকে দেশভক্তির পাঠ পড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে প্রধানমন্ত্রী গার্ড অফ অনারও পরিদর্শন করেন, এনসিসি-র কন্টিনজেন্টের মার্চ পাস্ট পর্যালোচনা করেন মোদী। এদিনও প্রধানমন্ত্রীর পোশাকে ছিল চমক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিখ ক্যাডেট পাগড়ি পরেছিলেন

নয়াদিল্লি কারিয়াপ্পার ময়দানে প্রধানমন্ত্রী বলেন, ‘এনসিসিতে আরও বেশি করে মহিলারা যোগ দিন। এক সময়ে আমিও এনসিসির ক্যাডার ছিলাম। এনসিসির থেকে অনেককিছু শিখেছি। দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে। দেশের যুবরা এগিয়ে আসুন। তরুণ প্রজন্মের অনেক দায়িত্ব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্কল্প করতে হবে। দেশভক্তির ওপরে কিছু নেই।’দেশের কল্যাণের থেকে বড় কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার এনসিসিকে শক্তিশালী করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। র‍্যালিতে বিপুল সংখ্যক মেয়ে ক্যাডেট অংশ নিয়েছে, এই পরিবর্তনটি ভারত আজ প্রত্যক্ষ করছে। গত দু বছরে সীমান্ত এলাকায় এক লক্ষেরও বেশি নতুন এনসিসি ক্যাডেটকে মোতায়েন করা হয়েছে।’

এদিন সেরা ক্যাডেটরা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি পদক এবং ব্যাটন পেয়েছেন। এমনকি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোকসভা সাংসদ রবি কিষাণের মেয়ে ঈশিতা শুক্লাও এই বছরের কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন।