PM Modi: তাঁর উত্তরসূরি কে? ভোট-ষষ্ঠীর আগে বিরাট ঘোষণা মোদীর

দেশজুড়ে চলছে (PM Modi) লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে। বাকি আর দুই দফা। এরই মধ্যে নিজের উত্তরসূরি নিয়ে বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী…

ppm modi says god sent me for a purpose , মোদীর বড় দাবি, 'পরমাত্মা আমাকে পাঠিয়েছেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য'

দেশজুড়ে চলছে (PM Modi) লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে। বাকি আর দুই দফা। এরই মধ্যে নিজের উত্তরসূরি নিয়ে বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর কোনও উত্তরসূরি নেই, দেশের জনগণই তাঁর একমাত্র উত্তরসূরি।

বিহারের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মোদী একজন ব্যক্তি, যার কোনও ব্যক্তিগত উত্তরাধিকারী নেই। আমার কাছে আপনারাই উত্তরাধিকারী, আপনারাই উত্তরসূরি। আমার কোনও উত্তরাধিকারী নেই। সেই কারণে আপনার এবং আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে কঠিন পরিশ্রম করে যেতে হবে। আমি জীবৎকালে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি, আমি চাই না আপনারা সেই সব সমস্যার সম্মুখীন হোন।

   

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করা এক মন্তব্যের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর উত্তরসূরি প্রসঙ্গে মুখ খোলেন। কেজরিওয়াল বলেছিলেন, ৭৫ বছর বিজেপির নিয়ম। মোদীর বয়স ৭৫ বছর হলেই অমিত শাহ প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপরি জেপি নাড্ডা সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা এই মন্তব্যের জন্য কেজরিওয়ালকে কড়া ভাষায় আক্রমণ করেন।

Prashant Kishor: ‘ইন্ডি’ জোটের পতনের কারণ কী? ভোটের পাঁচদফার পরই ব্যাখ্যা প্রশান্ত কিশোরের

বিজেপিকে আক্রমণ করে কেজরি বলেছিলেন, ওরা ইন্ডি জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্ন তোলেন। আমি বিজেপিকে জিজ্ঞেস করছি, ওদের পরবর্তী প্রধানমন্ত্রী কে? পরের বছর (২০২৫ সাল) ১৭ সেপ্টেম্বর মোদী ৭৫ বছরে পা দেবেন। উনি নিয়ম করেছিলেন, ৭৫ বছর বয়স হলেই অবসর নিতে হবে। ওরা লালকৃষ্ণ আদবানী, মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনকে অবসর নেওয়ান।

দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্ন, উনি (মোদী) আগামী বছর অবসর নেবেন। অমিত শাহকে প্রধানমন্ত্রী বানানোর জন্যই উনি ভোট চাইছেন। শাহ কি মোদীর গ্যারান্টি পূরণ করবেন?

PM Modi: ‘মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চাই’, ভোট দিয়ে বললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ কেজরিওয়ালের মন্তব্যের তুমুল সমালোচনা করে বলেছিলেন, আমি অরবিন্দ কেজরিওয়াল ও কোম্পানি এবং গোটা ইন্ডি জোটকে বলতে চাই, মোদী ৭৫ বছরে পা দেবেন, তা নিয়ে আপনাদের আনন্দিত হওয়ার কথা নেই। এমন কথা কোথাও বিজেপির সংবিধানে লেখা নেই। মোদী তাঁর মেয়াদ পূরণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এ নিয়ে বিজেপির মধ্যে কোনও বিভ্রান্তি নেই।