নজরে বিশ্ব: ইউক্রেন যুদ্ধের আবহে বৈঠকে বসছেন মোদী-বাইডেন

সোমবার ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র মারফত খবর, এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়গুলির পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনে…

সোমবার ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র মারফত খবর, এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়গুলির পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনে চলমান যুদ্ধের বিষয়েও আলোচনা হতে পারে।

ইউক্রেন-রাশিয়ায় যুদ্ধ চলাকালীন দুই দেশের রাজগতর নায়কদের মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল। আমেরিকা ও ভারতের মধ্যে আরো এক বৈঠক আগামী সপ্তাহে শুরু হতে চলেছে, যেখানে দুই দেশের বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও যোগ দেবে।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা দক্ষিণ এশিয়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয় নিয়ে সেইসঙ্গে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা ও মত বিনিময় করবেন।

হোয়াইট হাউস এর তরফ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নিষ্ঠুর যুদ্ধের পরিণতি এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ ও পণ্য বাজারে এর অস্থিতিশীল প্রভাব প্রশমিত করার পরিণতি নিয়ে আলোচনা করবেন। প্রসঙ্গত, চলতি বছরের গত মার্চ মাসে কোয়াডের অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শেষবার কথা হয়েছিল বাইডেনের।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সরকার, অর্থনীতি ও জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে ১১ এপ্রিল, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।’