HomeBharatবিহারী শিক্ষা: পরীক্ষার অ্যাডমিট কার্ডে মোদী-ধোনি-রাজ্যপালের ছবি

বিহারী শিক্ষা: পরীক্ষার অ্যাডমিট কার্ডে মোদী-ধোনি-রাজ্যপালের ছবি

- Advertisement -

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের (Fagu Chouhan) ছবি বিহারের বিশ্ববিদ্যালয়ের (Bihar University) কলেজ পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে ছাপা হয়েছে। অ্যাডমিট কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নোটিস জারি করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মধুবনী, সমস্তিপুর ও বেগুসরাই জেলার কলেজগুলিতে বিএ পার্ট থ্রি-র পড়ুয়াদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। এই কলেজগুলির প্রধান কার্যালয় দারভাঙ্গায়। শিক্ষার্থীরা যখন অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, তখন তারা প্রধানমন্ত্রী মোদী, এমএস ধোনি এবং রাজ্যপালের ছবি তাদের উপর মুদ্রিত দেখতে পায়। এরপরেই শোরগোল পড়ে যায়।

   

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোশতাক আহমেদ বিষয়টি জানতে পারলে তিনি নোটিশ জারি করে তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, অ্যাডমিট কার্ডের জন্য শিক্ষার্থীদের তাদের ছবি এবং প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করতে হবে, যার পরে অ্যাডমিট কার্ড তৈরি করা হয়। অ্যাডমিট কার্ডগুলি অনলাইনে জারি করা হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের লগইন প্রমাণপত্রাদির সাহায্যে সেগুলি ডাউনলোড করে। তিনি বিশ্বাস করেন যে কিছু শিক্ষার্থী দায়িত্বজ্ঞানহীন দুষ্টুমি করেছে যার কারণে অ্যাডমিট কার্ডের ছবি ভুলভাবে ছাপানো হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular