UP Election 2022: ওয়েইসিকে খুন করতেই গুলি চালিয়েছি, স্বীকারোক্তি BJP সমর্থকের

‘আসাদউদ্দিন ওয়েসিকে খুন করবো বলে গুলি করেছিলাম।’ পুলিশে জেরায় স্বীকার করে নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (BJP) সদস্য সচিন পন্ডিত। পুলিশের জিজ্ঞাসাবাদে সচিন অপরাধ স্বীকার করে…

‘আসাদউদ্দিন ওয়েসিকে খুন করবো বলে গুলি করেছিলাম।’ পুলিশে জেরায় স্বীকার করে নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (BJP) সদস্য সচিন পন্ডিত।

পুলিশের জিজ্ঞাসাবাদে সচিন অপরাধ স্বীকার করে বলেছেন, “আমি যখন ওয়েইসিকে লক্ষ্য করে গুলি চালাই, তখন তিনি ঝুঁকে পড়েছিলেন। আমি নিচের দিকে তাক গুলি চালিয়েছিলাম। ভেবেছিলাম এবার ঠিক জায়গায় গুলি লেগেছে। এরপর আমি দৌড়ে লাগাই”, সর্বভারতীয় সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছে সচিনের এই বক্তব্য।

এই ঘটনায় উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন উত্তপ্ত। অস্বস্তিতে পড়েছে বিজেপি। তবে এও অভিযোগ, ওয়েইসি সাম্প্রদায়িক রাজনীতি করছেন। একইভাবে সাম্প্রদায়িক অভিযোগে বিদ্ধ হচ্ছে বিজেপি। 

ধৃত সচিন জানায়, বেশ কিছু দিন ধরেই সে ওয়েইসিকে খুনের পরিকল্পনা তৈরি করা হয়েছিল। সচিনের দাবি, সামাজিক মাধ্যমের সাহায্যে তারা ওয়েইসির গতিবিধির উপর ক্রমাগত নজর রেখেছিল এবং ট্র্যাক করেছিল। ওয়েইসির বেশ কিছু সভায় অংশও নিয়েছিল। কিন্তু আক্রমণ করার সুযোগ পায়নি। সে জানিয়েছে, ভিড়ের মধ্যে কাজে লাগাতে পারেননি হত্যার পরিকল্পনা।

‘জানতে পেরেছিলাম তিনি মেরঠ থেকে দিল্লি যাচ্ছেন। তখন আমি তাঁর আগেই টোলগেটে হাজির হয়েছিলাম। কখন গাড়িটা আসবে সেই আশায় ওত পেতে বসেছিলাম। গাড়ি আসা মাত্র গুলি চালিয়েছিলাম,” পুলিশের জিজ্ঞাসাবাদে সচিনের এমনই স্বীকারোক্তি।

আসাদউদ্দিন ওয়েইসি বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের জন্য উত্তর প্রদেশের মেরঠে ছিলেন। সচিন এবং শুভম নামের দুই ব্যক্তি সাংসদকে খুন করার ব্লু প্রিন্ট প্রস্তুত করে ফেলেছিলেন আগেই বলে অভিযোগ। ওয়েইসির গাড়ি মেরঠের কিথুধ এলাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার  পথে কনভয়কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। ছজারসি টোল প্লাজার কাছে ঘটনাটি ঘটে।