১০ দিনে ন’বার, জ্বালানি তেলের দাম ক্রমেই আকাশ ছুঁচ্ছে

ফের বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা বেড়েছে। এই নিয়ে গত ১০ দিকে ৯ বড় বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।…

petroleum products

ফের বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা বেড়েছে। এই নিয়ে গত ১০ দিকে ৯ বড় বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

 

বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটারে ১০১.৮১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৩.০৭ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে জ্বালানি তেলের দাম ৮৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকা হয়েছে৷ চেন্নাইতে দাম ৭৬ পয়সা বেড়েছে। এখানে পেট্রোলের দাম ১০৭.৪৫ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৫২ টাকা হয়েছে। কলকাতায়, পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়েছে। দাম হয়েছে ১১১.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯৬.২২ টাকায় বিক্রি হচ্ছে।

 

  • দেশ জুড়ে হার বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় করের ঘটনার উপর নির্ভর করে রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হয়। গত ২২ মার্চ হার সংশোধনে সাড়ে চার মাস-দীর্ঘ বিরতি শেষ হওয়ার পর এই নিয়ে তেলের দামের ৯ নার বৃদ্ধি হল। স ব মিলিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৬.৪০ টাকা বেড়েছে।