Petrol Diesel Price: ১০০-র নীচে বিক্রি হচ্ছে পেট্রোল, কলকাতায় রেট কত জানুন

নতুন মাস অর্থাৎ মার্চের শুরু হয়েছে। আজ মার্চ মাসের দ্বিতীয় দিন। আজ শনিবার কী পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) বাড়ল না কমল জানেন?…

Petrol Diesel Price: ১০০-র নীচে বিক্রি হচ্ছে পেট্রোল, কলকাতায় রেট কত জানুন

নতুন মাস অর্থাৎ মার্চের শুরু হয়েছে। আজ মার্চ মাসের দ্বিতীয় দিন। আজ শনিবার কী পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) বাড়ল না কমল জানেন? আপনিও যদি বাড়ি থেকে চার চাকা বা দু চাকা নিয়ে বেরনোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আজ কত টাকায় ঠেকল জ্বালানির দাম জেনে নিন।

২ মার্চ সারা দেশে পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করা হয়েছে। জাতীয় স্তরে সামান্য বাড়ল জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী ভারতে জ্বালানির দাম নির্ধারিত হয়। আজ শনিবার, তেল সংস্থাগুলি দেশের প্রধান শহরগুলিতে পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক কোন শহরে জ্বালানির দাম কত…

Advertisements

আজ দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৭২ এবং ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৬২ টাকায়। অন্যদিকে আজ মুম্বাইয়ে পেট্রোল যথাক্রমে ১০৬.৩১ এবং ডিজেল ৯৪.২৭ টাকা। কলকাতায় আজ পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.০৩ এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকায়। অন্যদিকে এদিন চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম পৌঁছেছে যথাক্রমে ১০২.৬৩ এবং ৯৪.২৪ টাকা।