GST আওতায় আসতে পারে পেট্রোল- ডিজেল, বড় ইঙ্গিত কেন্দ্রের

ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম। যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে কেন্দ্র সরকার কেন জ্বালানি তেলকে জেএসটির আওতায় আনছে না এই নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু…

petroleum products

ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম। যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে কেন্দ্র সরকার কেন জ্বালানি তেলকে জেএসটির আওতায় আনছে না এই নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। দাবি উঠছিল বিরোধীদের তরফ থেকেও। অবশেষে পেট্রোল ডিজেলের দামে রাশ টানতে, জিএসটির(GST) আওতায় আনার ইঙ্গিত দিলেন কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরদীপ সিং পুরি বলেন, ‘কেন্দ্র সরকার পেট্রোল এবং গ্রিজলকে জিএসটির আওতায় আনতে প্রস্তুত। কিন্তু রাজ্যগুলি সহযোগিতা সেইভাবে মিলছে না। রাজ্যগুলির এই পদক্ষেপে সম্মতি দেওয়ার সম্ভাবনা খুবই কম’। সোমবার তিনি জানান,’জিএসটির আওতায় আনার জন্য রাজ্যগুলিকে সহমত পোষণ করতে হবে এবং একমত হয়ে সাহায্য প্রদান করতে হবে। যদি রাজ্যগুলি সঠিক পদক্ষেপ নেয় তাহলে কেন্দ্র সরকার একদম প্রস্তুত’। তিনি আরো বলেন, এই সংক্রান্ত ব্যাপারে বাস্তবায়ন করার প্রসঙ্গে অর্থমন্ত্রী বিস্তারিত বলতে পারবেন।

   

কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর মতে পেট্রোল ও ডিজেলকে জিএসএ আওতাভুক্ত করার ক্ষেত্রে রাজ্যগুলির সম্মতি প্রদান করা সম্ভাবনা খুবই কম । এর কারণ হিসেবে তিনি বলেছেন, রাজ্যগুলির জন্য রাজস্ব‌ লাভের ক্ষেত্রে অন্যতম বস্তু বা প্রধান ভূমিকা পালন করছে মদ। মন্ত্রী বলেন,’রাজ্যগুলির মদ থেকে বিপুল পরিমাণের রাজস্ব পেয়ে থাকে, যা অজানা নয়। তিনি আরো বলেন যদি মদ থেকে অধিক পরিমাণ রাজস্ব পাওয়া যায় তাহলে রাজ্যগুলি সেই সুযোগ ছাড়বে কেন? এক্ষেত্রে রাজ্যগুলির উদাসীনতাকে কটাক্ষ করে তিনি বলেন,’রাজ্যগুলির কোনো হেলদোল নেই, শুধুমাত্র কেন্দ্র সরকারি মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিষয় নিয়ে চিন্তিত’।

জ্বালানির দাম ভবিষ্যতে কি কমতে পারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিশ্বের মধ্যে ভারতী উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। তাঁর কথায়,’ভারতে গত এক বছরে তেলের দাম সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে’। তাঁর কথায় যাতে বিরোধীরা কোন ফাঁক বের করে কেন্দ্র সরকারকে আবারও কটাক্ষ করতে না পারে তার জন্য তিনি আরও জানান, ‘ভারতে গত এক বছরে যে তেলের দাম সবচেয়ে কম বেড়েছে এটা আমি বলছি না, বা বিজেপি বলছে না, এটা বলছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক মরগান স্ট্যানলি’।

ভবিষ্যতে জ্বালানির যোগান ও দাম প্রসঙ্গে তিনি আরো জানান,’প্রতিবেশী দেশগুলির বেশ কিছু দেশে জ্বালানির যথেষ্ট ঘাটতি রয়েছে এবং দামও মাত্রাতিরিক্ত। কবিত কালেও ভারতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও তেলের কোন অভাব ছিল না’। তবে ভবিষ্যতে পরিস্থিতি সম্পর্কে বলা মুশকিল বলেও জানিয়েছেন কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি।